TRENDING:

Mamata Banerjee: অখিলের জন্য দুঃখপ্রকাশ মমতার, তীব্র ধিক্কার! নাম না করে শুভেন্দুকেও নিশানা

Last Updated:

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''অখিলের মন্তব্যকে আমরা সমর্থন করি না। আমি মনে করি সৌন্দর্য রঙের মধ্যে হয় না। আমি রাষ্ট্রপতিকে খুব পছন্দ করি।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমাও চাইলেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।'' এখানেই শেষ নয়, ''আমি মনে করি রাষ্ট্রপতির বিরুদ্ধে এইরকম মন্তব্য করা ঠিক হয়নি। এটা নিন্দনীয়।''
রাষ্ট্রপতিকে পছন্দ করি, বললেন মমতা
রাষ্ট্রপতিকে পছন্দ করি, বললেন মমতা
advertisement

মমতার সংযোজন, ''অখিলের মন্তব্যকে আমরা সমর্থন করি না। আমি মনে করি সৌন্দর্য রঙের মধ্যে হয় না। আমি রাষ্ট্রপতিকে খুব পছন্দ করি। এটা অখিল অন্যায় করেছে। আমার পার্টি ওকে সতর্ক করেছে। এটা আমাদের পার্টির কালচার নয়। এটা যদি ভবিষ্যতে হয় আমরা ব্যবস্থা নেব।''

আরও পড়ুন: 'বাংলার ভবিষ্যৎ বিজেপি, সামনের দরজা দিয়েই ক্ষমতা দখল', শুভেন্দুর মন্তব্যে তোলপাড় বাংলা

advertisement

এখানেই শেষ নয়, অখিলের মন্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েই নাম না করে শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, ''বীরবাহা হাঁসদাও তো একটা আদিবাসী পরিবারের মেয়ে। তাকে যদি কেউ বলে জুতোর নীচে রেখে দেব, সেটা কি রুচিকর? নাকি কাউকে দেখতে দাঁড়কাকের মতো, সেটা বলা কি রুচিকর? কথা বলাটা একটা আর্ট। আমি তো ডিকশনারির মধ্যেই কথা বলি।''

advertisement

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের এ কী রূপ! আদালতে কাতর আর্জি, 'শীত আসছে...'

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাম না করেই মমতা বলেন, ''কাল তুমি ক্ষমতায় থাকবে না, দেখব কোন আশ্রয়ে থাকো? আমার যদি কখনও কোনও খারাপ কথা বেরিয়ে যায়, উইথড্র করে নিই। একজন একটা কথা বলেছে, সেটা উইথড্র করেনি। একটা বাচ্চার জন্মদিন আছে বাড়িতে তিন বছরের। বলছে তাজ বেঙ্গলে পার্টি হচ্ছে।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: অখিলের জন্য দুঃখপ্রকাশ মমতার, তীব্র ধিক্কার! নাম না করে শুভেন্দুকেও নিশানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল