শুক্রবার ভবানীপুরের (Bhabanipore By Poll) অন্তর্গত কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সেখানে উপস্থিত ছিলেন মদন মিত্রও৷ কারণ মদন নিজে ভবানীপুরের (Bhabanipore) বাসিন্দা৷ উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে তাঁর কাঁধেও দায়িত্ব দিয়েছে দল৷ মঞ্চে উঠেই মদনকে ডেকে নেন মমতা৷ সূত্রের খবর, তখনই তাঁর নতুন গানের প্রশংসা করেন তিনি৷ মুখ্যমন্ত্রী মদনকে বলেন, 'তোমার নতুন গান শুনেছি, খুব ভালো হয়েছে৷'
advertisement
আরও পড়ুন: 'মদন কালারফুল ছেলে, কিন্তু বেশি সাজুগুজু করো না', চেতলার কর্মিসভায় পরামর্শ মমতার
প্রসঙ্গত কয়েকদিন আগেই নিজের নতুন গানের মিউজিক ভিডিও লঞ্চ করেছেন মদন মিত্র (Madan Mitra New Song)৷ দুর্গা পুজোর আবাহন হলেও গান জুড়ে আসলে মমতার বন্দনা করেছেন কামারহাটির বিধায়ক৷ ভবানীপুর থেকে দিল্লি- মদনের নতুন গানে উঠে এসেছে সবই৷ একই সঙ্গে বিঁধেছেন বিজেপি-কেও৷ গানে নিজেকে কালারফুল বয় বলেও দাবি করেছেন মদন৷ মদন মিত্রের নতুন এই গানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল৷ স্বভাবতই তা মুখ্যমন্ত্রীরও নজর এড়ায়নি৷
মদন ঘনিষ্ঠরা জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর প্রশংসা পেয়ে আরও উদ্বুদ্ধ হয়েছেন গায়ক মদন৷ ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর করা কোনও গান গাইতে পারলেই তাঁর গায়ক সত্ত্বা স্বার্থক হবে৷ বিধানসভা নির্বাচনের আগেই ওহ লাভলি গান দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন মদন মিত্র৷ সেই গান জুড়েও মমতার প্রশংসা করেছিলেন তিনি৷
কামরাহাটির বিধায়ককে নিয়ে জোড়া বায়োপিকও তৈরি হচ্ছে৷ মদন নিজেই জানিয়েছেন, একটি বায়োপিকে তিনি অভিনয়ও করবেন৷ পাঁচশো বাইক নিয়ে প্রকৃত নায়কের মতোই বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তিনি৷
