এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রশংসা করেছেন মমতা। তাঁর কথায়, 'অভিষেক এত ভাল বক্তব্য রেখেছে, এবার ওঁকেও নোটিস পাঠাবে'। প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নোটিস পাঠিয়ে জেরা করা হয়েছে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়রকেও।
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
advertisement
মেয়ো রোডের মঞ্চ থেকে এদিন সেই ইঙ্গিত টেনে মমতার আক্রমণ, 'অভিষেককে নোটিস দিয়েছে। ওর বউকে দিয়েছে। এবার না ওর দু'বছরের ছেলেকে নোটিস দেয়।' মমতার দাবি, 'আমি চুরি, ডাকাতি করার জন্য রাজনীতি করি না। আজও ভারতে স্বচ্ছ দল থাকলে সেটা তৃণমূল। এটা মানবতার দল। বাধা আসলে, ঝড় আসলে কী করবেন? বাধা কাটিয়ে এগোবেন। বিজেপিকে হারাবোই আমরা৷'
আরও পড়ুন: বিলকিস বানোর দোষীদের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক 'আহিম'-এর, জানুন
এদিন বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা সুর চড়ান মমতা। তাঁর দাবি, 'বড় বড় কথা। আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে। কয়েকটা ভাড়া করা, চোর ধাপ্পাবাজ নেতাদের সাহায্যে মমতা বন্দোপাধ্যায়ের গায়ে কালি ছেটাও। বিজেপি দল এই আট বছরে দেশটাকে বারোটা বাজিয়েছে। কোটি কোটি টাকা দিয়ে নিজেদের ভান্ডার ভরাচ্ছো। মহারাষ্ট্র সরকার ভাঙতে টাকা এল কোথা থেকে? কে দিল টাকা। ঝাড়খন্ডে সরকার ভাঙতে যাচ্ছিল। আমি আটকে দিয়েছি। কেজরিওয়ালের সরকার ফেলতে টাকা নিয়ে পরিকল্পনা করেছে। বাংলায় সিবিআই-ইডি দেখাচ্ছে। এদের দুর্নীতির কেস আমাদের কাছে আছে।'