বুধবার প্রথম আলিপুর বডিগার্ড লাইনসের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করে মঞ্চে ছোট্ট বক্তব্য রাখেন মমতা। নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, 'নিন্দুকেরা যা ইচ্ছে বলে যাক। কিছু যায় আসে না। কলকাতা সবচেয়ে নিরাপদ শহর'। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'এবারের উৎসবের মরশুমে রাজ্যের মুকুটে দুটি নতুন পালক যুক্ত হয়েছে। দুর্গাপূজাকে হেরিটেজ ও পর্যটনে বাংলার আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তি'।
advertisement
তৃতীয়ায় পুজো উদ্বোধনে অন্য মুডে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোথাও প্রদীপ প্রজ্জ্বলন, মণ্ডপে ফিতে কেটে প্রবেশ। মা দুর্গাকে পুষ্পার্ঘ্য নিবেদন। কখনও বা চায়ের ভাড়ে চুমুক। মঞ্চে বসে ছোট ছোট শিল্পীদের নাচ-গানে মুগ্ধ হতেও দেখা গেল তাঁকে। তবে বুধবারের পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়ায় তিন চমক দিলেন।
৭১ তম বর্ষের আলিপুর বডিগার্ড লাইনসের পুজো উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রওনা দেয় আলিপুরের সুরুচি সংঘের উদ্দেশ্যে।
সুরুচি সংঘের পুজো উদ্বোধনে পৌঁছে সবাইকে অবাক করে দেন মুখ্যমন্ত্রী। ঢাকিদের কাছ থেকে ঢাক নিয়ে সেই ঢাক নিজের কাঁধে তুলে নিয়ে ঢাক বাজাতে বাজাতে তিনি প্রবেশ করেন মণ্ডপ প্রাঙ্গনে। মা দুর্গার মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ঢাকের বোল তুলতেও।
দক্ষিণ কলকাতার আরও একটি উল্লেখযোগ্য দুর্গোৎসব চক্রবেড়িয়া সর্বজনীন। ফিতে কেটে মণ্ডপের ভেতর প্রবেশ করে মা দুর্গাকে পুষ্পার্ঘ্য নিবেদন করে বেরিয়ে এসে শারদ শুভেচ্ছার পাশাপাশি নবরাত্রির শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এর পরপরই মমতা বলে উঠলেন ডান্ডিয়া নাচ হবে না? মণ্ডপের সামনে মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখতে তখন প্রচুর মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন অবাঙালি মহিলার কাছে আচমকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবদার করে বসলেন, 'ডান্ডিয়া নাচ করুন না'।
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে চটজলদি প্রস্তুতি নিয়ে শুরু হল ডান্ডিয়া নাচ। মহিলাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও পুজোর আনন্দের মেজাজে অংশ নিলেন ডান্ডিয়া নাচে।
এই ব্যতিক্রমী মুহূর্তটাকে মোবাইল ফোন বন্দি করে রাখতে তখন উৎসাহ তুঙ্গে। তবে ঢাক বাজানো কিম্বা ডান্ডিয়া নাচে অংশ নেওয়াই শুধু নয়, এদিন একাধিক শহরের পুজোর উদ্বোধনে আবার কোথাও কাঁসর-ঘন্টা বাজাতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃতীয়ায় এক কথায় অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী।