সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর রাজভবন থেকে বেরিয়ে মমতা মুখ খোলেন ইন্ডিয়ার বৈঠক নিয়েও। এদিন তিনি বলেন, ”ইন্ডিয়া জোটের মিটিংয়ের জন্য কেউ জানায়নি। আমি জানিও না। আমার কাছে কোনও ইনফরমেশন নেই। আমি যদি জানতাম, তাহলে তো সেই বুঝে আমি সূচি করতাম।” প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের দিন উত্তরবঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
আরও পড়ুন:
মহুয়া মৈত্রকে কী ঘটল সংসদে! অভিষেকের মন্তব্যে বড় ইঙ্গিত! তোলপাড়
রবিবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের ডাক দেন। আগামী ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে।
আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ’ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে যা পেল সিবিআই, মাথায় হাত পড়তে পারে পার্থ চট্টোপাধ্যায়ের
লোকসভা নির্বাচনকে পাখির নজরে রেখেই ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয়। এর পরের মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। কিন্তু এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল ইন্ডিয়া জোট। শরিকি কংগ্রেস, সমাজবাদী পার্টি একে অপরকে আক্রমণও করেছে নিত্যদিন। জল্পনা শুরু হয় ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে। তার মাঝেই এবার বৈঠকের ডাক দিল কংগ্রেস। কিন্তু সেই বৈঠকে আমন্ত্রণই পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল?