TRENDING:

Mamata Banerjee on Cyclone Yaas: আমফানের পুনরাবৃত্তি চান না, 'যশে' দলীয় নেতাদের কাজ বুঝিয়ে দিলেন মমতা!

Last Updated:

কোমর বেঁধে যশ (Yaas) মোকাবিলায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার দলের নেতাদেরও দায়িত্ব বুঝিয়ে দিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)। ঘূর্ণিঝড় আমফানের (Cyclone Amphan) ঠিক এক বছরের মাথায় ফের রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আর সেই আমফান থেকে 'শিক্ষা' নিয়েই এবার কোমর বেঁধে যশ মোকাবিলায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু প্রশাসনিক স্তরে নয়, দলীয় স্তরেও আমফানের সময় নানা প্রতিবন্ধকতা-অভিযোগের মুখে পড়তে হয়েছিল মমতাকে। কিন্তু এবার কোনওভাবেই সেই অভিযোগ দলের গায়ে লাগতে দিতে চান না তৃণমূল নেত্রী। তাই এখন থেকেই দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের যশ মোকাবিলায় প্রয়োজনীয় কাজও বুঝিয়ে দিলেন তিনি।
advertisement

এক বার্তায় দলের জনপ্রতিনিধিদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে ঘূর্ণিঝড় আসছে। প্রত্যেক জনপ্রতিনিধিকে নিজের-নিজের এলাকার মানুষের পাশে থাকতে হবে। উপকূলবর্তী অঞ্চলে থেকে মানুষকে সরিয়ে এনে খাওয়ার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না দুর্যোগ কাটছে, নিজের বিধানসভা অঞ্চলে সর্বক্ষণ নজর রাখতে হবে। দুর্যোগ কেটে যাওয়ার পর ঘরবাড়ি তৈরি থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনে মানুষের পাশে থাকতে হবে।

advertisement

বস্তুত, আমফানের সময় পরিস্থিতি স্বাভাবিক করে তুলেতে প্রশাসনের অনেকটা সময় নেওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছিল, তেমনি আমফানের ত্রাণে দুর্নীতিতেও অভিযুক্ত হয়েছিলেন তৃণমূলের বহু নেতা। এবারের বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রচারের অনেকটা জুড়ে ছিল তৃণমূলের সেই ত্রাণ দুর্নীতি। কিন্তু ভোটের ফলে অভাবনীয় সাফল্য পেয়েছে তৃণমূল। তাই এবার আর দুর্নীতিতে যাতে দলের নাম না জড়ায়, তা নিশ্চিত করতে চাইছেন তৃণমূল নেত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরদিকে, ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় রাজ্যগুলি কতটা তৈরি রয়েছে, সেই বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসেছেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠকে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। এ ছাড়া আন্দামান ও নিকোবরের উপ-রাজ্যপালও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Cyclone Yaas: আমফানের পুনরাবৃত্তি চান না, 'যশে' দলীয় নেতাদের কাজ বুঝিয়ে দিলেন মমতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল