এদিন চিনের করোনা পরিস্থিতি জানার পর মুখ্যমন্ত্রী বলেছেন, 'চিন তো রেস্ট্রিকশন করছে না। আমাদের হেলথ ডিপার্টমেন্টকে খবর রাখতে বলব। যোগী-সহ হেলথ ডিপার্টমেন্টকে বলো একটা কমিটি তৈরি করতে, ভাল করে একটা টিম তৈরি করো। জেনোম সিকোয়েন্স-সহ সব ধরনের সার্ভিলেন্স রাখতে হবে।'
আরও পড়ুন: কাজের খোঁজে মিজোরামের নিখোঁজ যুবক এল ক্যানিংয়ে! ঘটনাটি জানলে অবাক হয়ে যাবেন
advertisement
দু'দিন আগেই মিলেছিল সেই স্বস্তির খবর৷ প্রায় পৌনে তিন বছর পরে অবশেষে করোনা শূন্য হয় রাজ্য। গত প্রায় মাস দেড়েক ধরেই করোনা আক্রান্তের সংখ্যা ১০-এর নীচেই ছিল। তবে রবিবার সংখ্যাটা শূন্যতে পৌঁছয়। কিন্তু সেই স্বস্তির মেয়াদ খুব দীর্ঘস্থায়ী হল না৷ ২০ তারিখের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন।
আরও পড়ুন: বীরভূমে উধাও একের পর এক টোটো, জালে ৩ গুণধর ধরা পড়তেই ফাঁস রহস্য!
করোনার দ্বিতীয় ঢেউয়ের পর লাগামছাড়া হয়ে পড়েছিল পরিস্থতি। সেই অবস্থায় মাস্কের ব্যবহার ভুলতে বসেছিল আমজনতা। গ্রাফও নীচের দিকে গিয়েছিল। তবে এরপর আবারও তৃতীয় ঢেউ দেখে বিশ্ববাসী। সেখানেও বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও দেখেছিল রাজ্যবাসী। পুজোর পর চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হলেও অবশেষে স্বস্তি মেলে। কিন্তু ফের ফিরে আসছে আতঙ্ক৷ আর সতর্ক যে থাকতে হবে সে কথা তো বলাই বাহুল্য৷