TRENDING:

ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!

Last Updated:

চিনে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনার নতুন ভ্যারিয়েন্টে। রাজ্যেও আশঙ্কা বাড়াচ্ছে করোনাভাইরাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নবান্নে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের প্রস্তুতি থেকে বড়দিনের উৎসব নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি রাজ্যে নতুন করে করোনা পরিস্থিতি নিয়ে সতর্কতা নেওয়ার পরামর্শ দিলেন তিনি। চিনের করোনা পরিস্থিতি চিন্তা বাড়াচ্ছে গোটা বিশ্বে। গত কয়েকদিন ধরেই চিনে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনার নতুন ভ্যারিয়েন্টে। রাজ্যেও আশঙ্কা বাড়াচ্ছে করোনাভাইরাস।
মমতা বন্দ্যোপাদ্যায়
মমতা বন্দ্যোপাদ্যায়
advertisement

এদিন চিনের করোনা পরিস্থিতি জানার পর মুখ্যমন্ত্রী বলেছেন, 'চিন তো রেস্ট্রিকশন করছে না। আমাদের হেলথ ডিপার্টমেন্টকে খবর রাখতে বলব। যোগী-সহ হেলথ ডিপার্টমেন্টকে বলো একটা কমিটি তৈরি করতে, ভাল করে একটা টিম তৈরি করো। জেনোম সিকোয়েন্স-সহ সব ধরনের সার্ভিলেন্স রাখতে হবে।'

আরও পড়ুন: কাজের খোঁজে মিজোরামের নিখোঁজ যুবক এল ক্যানিংয়ে! ঘটনাটি জানলে অবাক হয়ে যাবেন

advertisement

দু'দিন আগেই মিলেছিল সেই স্বস্তির খবর৷ প্রায় পৌনে তিন বছর পরে অবশেষে করোনা শূন্য হয় রাজ্য। গত প্রায় মাস দেড়েক ধরেই করোনা আক্রান্তের সংখ্যা ১০-এর নীচেই ছিল। তবে রবিবার সংখ্যাটা শূন্যতে পৌঁছয়। কিন্তু সেই স্বস্তির মেয়াদ খুব দীর্ঘস্থায়ী হল না৷ ২০ তারিখের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন।

advertisement

আরও পড়ুন: বীরভূমে উধাও একের পর এক টোটো, জালে ৩ গুণধর ধরা পড়তেই ফাঁস রহস্য!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

করোনার দ্বিতীয় ঢেউয়ের পর লাগামছাড়া হয়ে পড়েছিল পরিস্থতি। সেই অবস্থায় মাস্কের ব্যবহার ভুলতে বসেছিল আমজনতা। গ্রাফও নীচের দিকে গিয়েছিল। তবে এরপর আবারও তৃতীয় ঢেউ দেখে বিশ্ববাসী। সেখানেও বহু মানুষ আক্রান্ত হয়েছিলেন। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও দেখেছিল রাজ্যবাসী। পুজোর পর চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হলেও অবশেষে স্বস্তি মেলে। কিন্তু ফের ফিরে আসছে আতঙ্ক৷ আর সতর্ক যে থাকতে হবে সে কথা তো বলাই বাহুল্য৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের চোখরাঙানি করোনার, নবান্ন থেকেই বড় নির্দেশ মমতার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল