এ দিন চেতলার কর্মিসভা থেকে দলের নেতাদের ভবানীপুরের উপনির্বাচনের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন তৃণমূলনেত্রী৷ কামারহাটির বিধায়ক হলেও মদন মিত্র ভবানীপুরের পুরোন বাসিন্দা৷ সেকথা উল্লেখ করেই মুখ্যমন্ত্রী বলেন, 'মদন তুমি এলাকার পুরনো ছেলে৷ নিজের মতো করে দেখে নেবে৷ পরশুদিন দেখছিলাম ধুতি- পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, ওরকম ভাবেই দেখে নেবে৷ তবে বেশি সাজুগুজু করবে না৷' মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শুনে তখন তৃণমূলের নেতা, কর্মীদের মধ্যে হাসির রোল উঠেছে৷
advertisement
মমতা অবশ্য এর পরেও বলেন, 'মদন একটু কালারফুল ছেলে৷ মাঝেমধ্যে একটু বেশিই কালারফুল হয়ে যায়৷ বেশি কালারফুল হলে আবার প্রবলেম হয়ে যায়৷' মুখ্যমন্ত্রী যখন এ কথা বলছেন তখন দর্শকাসন থেকে তৃণমূল কর্মীদের একাংশ মদন মিত্রের গাওয়া গান ও লাভলির কথা বলতে থাকেন৷ মুখ্যমন্ত্রীর কানে তাও পৌঁছয়৷ মমতা মুচকি হেসে বলেন, 'আমি সবই জানি৷'
প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের পর দলেরই একটি বৈঠকে ফেসবুক লাইভ নিয়ে মদনকে একবার সতর্ক করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এ দিন অবশ্য মদনের রঙিন ভাবমূর্তিরই প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী৷ দলনেত্রীর পরামর্শ মেনে মদন 'কালার কন্ট্রোল' করেন কি না, সেটাই এখন দেখার৷
