মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনেই জঙ্গলমহলে জোড়া কর্মসূচি সুকান্ত- শুভেন্দুর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আদিবাসী অধ্যুষিত এলাকায় বঙ্গ বিজেপি অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে একাধিক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
আরও পড়ুন: সিজিও কমপ্লেক্সে নতুন বিপদ, আতঙ্কে সিবিআই! চিঠি গেল পুরনিগমের কাছে
মমতা বন্দোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফরের আগে, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূল বিধায়ক অখিল গিরির মন্তব্যের তীব্র সমালোচনায় বিজেপি। দিনভর বিক্ষোভ, প্রতিবাদে পথে নেমেছে গেরুয়া শিবির। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে আন্দোলন। এরই মধ্যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, দল নারী শক্তির পক্ষে। কোনও ভাবেই তাঁরা মন্ত্রী অখিল গিরির এই মন্তব্যের সমর্থন করেন না। তবে একইসঙ্গে এই ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করেন কুণাল। তুলে আনেন শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁয়ের প্রসঙ্গও।
advertisement
আরও পড়ুন: অর্ধেক শরীর, অর্ধেক কঙ্কাল, দমদমে মহিলার ভয়ঙ্কর লাশ! বেরিয়ে এল হাড়হিম আসল ঘটনা
রাজনৈতিক মহলের মতে, আদিবাসী এলাকায় অখিলের এই মন্তব্যকে হাতিয়ার করে জোরদার রাজনৈতিক প্রচারে নামতে চলেছে বিজেপি শিবির। এর আগেও দ্রৌপদী মূর্মূর নাম রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করার পর থেকে লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে বিজেপি শিবির৷ এবার অখিলের মন্তব্যকে হাতিয়ার করেই পথে নামার প্রস্তুতি নিয়েছে বিজেপি।