সূত্রের খবর, অগাস্টের শুরুতেই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩ অগাস্ট দিল্লি পৌঁছনোর কথা তাঁর৷ ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও ৫ অথবা ৬ অগাস্ট দিল্লিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে৷ এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা মমতার৷ ৮ অগাস্ট বিকেলে কলকাতায় ফেরার কথা তাঁর৷
advertisement
আরও পড়ুন: 'টাকা ভর্তি ঘরের চাবি থাকত না তাঁর কাছে', ইডি জেরা চাঞ্চল্যকর দাবি অর্পিতার
কয়েকদিন আগেই এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায়৷ ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুথ্যমন্ত্রী৷ যদিও এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রীতিমতো তৎপর হয়েছে ইডি৷
এই পরিস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক অন্য মাত্রা পাচ্ছে৷ শেষ পর্যন্ত এই বৈঠক হলে তির্যক প্রশ্ন তুলে তৃণমূল এবং বিজেপি-কে অস্বস্তিতে ফেলার চেষ্টা করতে পারে বামেরা৷ যদিও তৃণমূল এবং রাজ্য সরকারি সূত্রে দাবি করা হচ্ছে, এই বৈঠকের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই৷ রাজ্যের দাবি দাওয়া নিয়েই প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী৷