উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়ের পিছনে তিনি উত্তরপ্রদেশের বিজেপি বিরোধীদলের দুর্বল লড়াইয়ের ওপরই জোর দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলাকে টার্গেট করার ভাবনা, বিরোধীদের হতাশা থেকেই এসেছে ৷ ওরা অনেক নির্বাচনে হেরেছে ৷ বিহারে তো ধূলিসাৎ ! উত্তরপ্রদেশের ফলাফলকে ম্যাসিভ জয় বলব না ৷ বিরোধীরা ফাইট করতে পারেনি ৷’
advertisement
মমতার কথায়, ‘আমাদের সময় বিজেপি, কংগ্রেস, সিপিএম এক নাগাড়ে নালিশ করে যেত ৷ উত্তরপ্রদেশের বেলায় সবাই চুপ কেন? ওরা কীভাবে জিতেছে আমরা জানি ৷ বাংলা জায়গাটা অন্য ৷ বাংলা না হলে গতি নেই ৷ আসলে ওরা ২০১৯-এ আমাদের ভয় পাচ্ছে ৷ ওরা জানে বাংলাকে নেতৃত্ব দিতেই হবে ৷ আমরা টার্গেটেড এনিমি ৷ ওরা চাইছে বাংলার মধ্যে আমাদের রেখে দেবে ৷ বাংলাকে ভাতে মেরে, বাংলাকে পথ দেখাবে কেন্দ্র? আর এই স্বপ্ন পূরণের জন্য হিংসা, দাঙ্গা, মিথ্যাচারের সাহায্য নিচ্ছে কেন্দ্র ৷ ’