এদিন বিকেলেই একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে প্রয়াত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উদ্বোধনও করেন তিনি৷ কিছুক্ষণ বক্ৃতা করেন সেখানে৷ তারপর সেখান থেকেই কালীঘাটের বাড়ির উদ্দেশে রওনা দেন৷
সূত্রের খবর, বাড়ি ফেরার পরে বাড়ির বাইরে হাঁটছিলেন মমতা। সেখানেই হোঁচট খেয়ে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত লাগে তাঁর৷ কপাল শক্ত কিছুতে ধাক্কা লেগেই এমন গভীর ভাবে কেটে গিয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁর কপালের ঠিক মাঝখানে গভীর ক্ষত তৈরি হয়েছে।
advertisement
উত্তরবঙ্গের হেলিকপ্টার বিপর্যয়ের পর থেকেই পায়ে গুরুতর চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরে বিদেশ সফর থেকে ফিরেও তাঁকে পা নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছিল৷ সেখানে অস্ত্রোপচার করা হয় বলেও পরে জানিয়েছিলেন মমতা৷ সূত্রের খবর, তার পা ফেলার সময় কিছু সমস্যা হওয়াতেই এদিন এই ঘটনা ঘটেছে৷ বর্তমানে, স্বজ্ঞানে রয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে কম কথা বলছেন অল্প৷ শুয়ে রয়েছেন৷
বর্তমানে মুখ্যসচিব বি পি গোপালিকা হাসপাতালে গিয়েছেন৷ রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পূর্তমন্ত্রী ফিরহাদ হাকিমও৷ হাসপাতালের বাইরে তৈরি রাখা হয়েছে ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স এবং মুখ্যমন্ত্রীর গাড়ির কনভয়৷ সূত্রের খবর হয় এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে তাঁকে৷ নাহলে বাড়িতে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
(খবরটি এই মাত্র এসেছে, বিস্তারিত খবর আসছে)