TRENDING:

পুজোর পরেই ভোটার কার্ড সংশোধনের কাজ, দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

পুজোর পরেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের কাজ শুরু হবে। নতুন কার্ড থেকে পুরনো কার্ডের সমস্যা-- সব কাজই হবে নভেম্বর থেকে জানুয়ারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার সব স্তরের কর্মীদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা। নির্বাচনকে সামনে রেখে বুথস্তরের কর্মীদের রণনীতি ঠিক করে দেন তৃণমূলনেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

বক্তব্যের শেষে সাধারণ মানুষের ভোটার কার্ড নিয়ে থাকা নানা প্রশ্নের সমাধান দেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, পুজোর পরেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত সমস্যা সমাধানের কাজ শুরু হবে। নতুন কার্ড থেকে পুরনো কার্ডের সমস্যা-- সব কাজই হবে নভেম্বর থেকে জানুয়ারি। তিনি বলেন, 'পুজোর পরেই ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে।'

আরও পড়ুন: কুকুরের কৃমি থেকে ডিম্বাশয়ে সিস্ট! বিরল রোগ তরুণীর, বাড়িতে পোষ্য থাকলে সাবধান

advertisement

আরও পড়ুন: 'মন কি বাত মন কি ব্যথা হয়ে যাবে', মোদির 'মন' নিয়ে কটাক্ষ মমতার

দিনক্ষণ জানিয়ে মমতার ঘোষণা, '১১ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটার লিস্টের কাজ হবে। এই ভোটার কার্ডেই পঞ্চায়েত নির্বাচন হবে। বিধানসভা, সাংসদ, কাউন্সিলর নির্বাচন হবে। সুতরাং, কারেকশন, অ্যাডিশন, ডিলিশন, নতুন নাম সংযোজন সব হবে। ১৮ বছর বয়স হলেই ভোটার কার্ড হবে। এ বছরে ১৭ বছর উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দেন, 'সারা বছর আপডেট হবে। বছরে চার বার ভোটার কার্ড সংশোধনের কাজ হবে। ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই ও ১ অক্টোবর।' ব্লকে ব্লকে ভোটার কার্ড সংশোধনের কথাও মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর পরেই ভোটার কার্ড সংশোধনের কাজ, দিনক্ষণ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল