আইপ্যাকের অফিসে ঢুকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ করেন, “তোমরা সব চুরি করতে এসেছ। এটা কী ধরনের অভিযান? আমার এখানে অনেক নথি রয়েছে সেগুলি তোমরা নিতেই এসেছ।”
আরও পড়ুন: ‘শুনলে চমকাবেন, SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে’, আইপ্যাকে ইডি-কাণ্ডের মাঝেই বড় অভিযোগ মমতার
আইপ্যাকের অফিসে ঢুকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। মমতা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, তাঁর দলের রাজনৈতিক কৌশল ছিনতাই করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার অভিযানের নেপথ্যে বিজেপিকে দায়ী করেন তিনি।
advertisement
মমতার এই অভিযোগের মাঝে ইডির একটি বক্তব্য কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন সূত্র মারফত সংবাদমাধ্যমে পৌঁছয়। সেখানে বলা হয়, তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই অভিযান। পশ্চিমবঙ্গের ছ’টি এবং দিল্লির চারটি জায়গায় (মোট ১০টি জায়গায়) বেআইনি কয়লা পাচার মামলায় তল্লাশি চলছে। কিন্তু সাংবিধানিক পদের অপব্যবহার করে দু’টি জায়গা থেকে তল্লাশির মধ্যেই নথি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর পরেই হাই কোর্টে যায় কেন্দ্রীয় সংস্থা। পাল্টা ইডি-র বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করেছে বিধাননগর পুলিশ।
