বস্তুত লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপিকে নিশানা করতে শুরু করেছেন মমতা। দলের নেতাদের গ্রেফতারি নিয়ে বারবার সরব হচ্ছেন। এদিনও নদিয়া থেকে তিনি বলেছেন, ‘আমাকেও যদি জেলেও পোরেন। আমি জেল ফুটো করে বেরিয়ে আসব। ভোটে জিততে সবাইকে জেলে পুরছেন। আর নিজেরা সব সাধু। চোরেদের জমিদার, জোতদার। চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছেন, এজেন্সি নিয়ে ঘুরছেন। যেদিন থাকবেন না সেদিন কি হবে?’
advertisement
আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নিয়ে বড় ‘ঘোষণা’ মমতার! লোকসভার ‘টিকিট’ ঘিরে তুঙ্গে শোরগোল
উল্লেখ্য, বুধবারই ইডির হাতে গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন৷ বিরোধী শিবির তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে৷ সেই সূত্রেই সম্ভবত মমতার এই আক্রমণ৷
আরও পড়ুন: কী দিন এল! লাখ লাখ টাকা উধাও পোস্ট অফিসের গ্রাহকদের! বাংলায় ভয়ঙ্কর ঘটনা, সাবধান
পাশাপাশি মমতা এদিন বলেন, ‘আমরা দিল্লি দখল করব। বাংলাই পথ দেখাবে। আমরা জোট চেয়েছিলাম। কংগ্রেস আর সিপিএম জোট করেছে। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না। আমি মা মাটি মানুষ করি। আমরা একাই লড়ব।’ এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সূত্রের খবর অন্তত এমনটাই।