হালকা বৃষ্টির মধ্যেই শুরু হয় শোভাযাত্রা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। আমরা মিছিলে UNESCO কে ধন্যবাদ জানাব। ভাদ্র মাসে বর্ষণ হয়। কিছু করার নেই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি।"
আরও পড়ুন: বৃষ্টি মাটি করবে না তো দুর্গাপুজোর শোভাযাত্রা? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
advertisement
তিলোত্তমার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ পদযাত্রা। দুপুর ২ টোর সময় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মূল ফটকের সামনে থেকে শুরু হল বর্ণাঢ্য পদযাত্রা। পদযাত্রা শেষ হবে রেড রোডে। এই পদযাত্রাকে ঘিরে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রয়োজনে গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে অন্য দিকে। থাকছে কলকাতা পুলিশের কড়া নিরাপত্তা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে বর্ণাঢ্য পদযাত্রা পৌঁছে যাবে রেড রোডে।