TRENDING:

Mamata Banerjee on BJP: আজই যাওয়ার কথা ছিল মমতার, আচমকা বাতিল খড়্গপুরের কারখানার উদ্বোধন! ভাইরাসকে সন্দেহ মুখ্যমন্ত্রী

Last Updated:

মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দেন, তাঁকে আমন্ত্রণ জানানোর কারণেই ওই সংস্থার উপরে চাপ সৃষ্টি করে অনুষ্ঠান বাতিল করানো হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গতকালই তিনি ঘোষণা করেছিলেন আজ খড়্গপুরে বিড়লা গোষ্ঠীর নতুন কারখানার উদ্বোধনে যাবেন৷ কিন্ত সেই ঘোষণার পর পরই বাতিল হয়ে গেল সেই উদ্বোধনী অনুষ্ঠান৷ আচমকা এই উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ার পিছনে অবশ্য অন্য ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল আমি ঘোষণা করেছিলাম বিড়লার কারখানার কাজ শেষ হয়েছে উদ্বোধন করতে যাব খড়্গপুরে। এর আধ ঘণ্টার মধ্যেই মেসেজ। অসুস্থতার কারণে এখন প্রোগ্রাম ক্যান্সেল করা হচ্ছে। আমি তাঁদের কোন দোষ দিচ্ছি না, বেচারা। আমার তো মনে হচ্ছে এটা ভাইরাসের কাজ। এরা আবার গণতন্ত্রের কথা বলে মুখে।’

advertisement

মুখ্যমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দেন, তাঁকে আমন্ত্রণ জানানোর কারণেই ওই সংস্থার উপরে চাপ সৃষ্টি করে অনুষ্ঠান বাতিল করানো হয়েছে৷ স্পষ্টতই বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের দিকেই ইঙ্গিত করেন মুখ্যমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুলিশ কর্মীদের মানবিক উদ্যোগ, বানিয়ে ফেললেন আস্ত স্কুল! এবার মিড ডে মিল নিয়েও বড় পরিকল্পনা
আরও দেখুন

এর পরই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার দেশটাকে শেষ করে দেবে। আমি দুঃখিত। আমি অনেক সরকার দেখেছি কিন্তু এই রকম একগুঁয়ে সরকার আগে দেখিনি। বিজেপির নেতারা এসে বলে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে। এখন বন্যা হয়েছে, দুর্যোগের মধ্যে আছে রাজ্যের একাংশ। এর মধ্যে এসআইআর-এর কাজ শুরু। কী ভাবে এরা? বিজেপি পার্টির কমিশন! নাকি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কমিশন! এটা পুরোটাই অমিত শাহের খেলা। উনি আসলে অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on BJP: আজই যাওয়ার কথা ছিল মমতার, আচমকা বাতিল খড়্গপুরের কারখানার উদ্বোধন! ভাইরাসকে সন্দেহ মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল