মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন ট্যুইটারে লিখেছেন, "আমাদের ঘরের মেয়ে প্রণতি নায়েককে আমার হার্দিক শুভকামনা। প্রণতি একমাত্র জিমন্যাস্ট যিনি গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন।"
এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, প্রণতি মেদিনীপুরের একটি ছোট্ট অখ্যাত শহর থেকে উঠে এসেছেন। কঠোর পরিশ্রমের জেরে তিনি ইতিমধ্যেই বহু সাফল্য অর্জন করেছেন। এবারেও তিনি সফল হবেন, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।
প্রায় দু'দশক ধরে সাইয়ে মিনারা বেগমের কাছ ট্রেনিং নিয়েছেন প্রণতি। ২০১৯ সালে উলানবাটরায় আয়োজিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টে ব্রোঞ্জ পদক জয় করেন প্রণতি। ভোল্ট তাঁর প্রিয় কসরত। ইতিমধ্যেই এই কসরতের জন্য দীপা কর্মকার, অরুনা রেন্ডিদের পাশাপাশি আন্তর্জাতিক শিরোপা জোগাড় করে নিয়েছেন প্রণতি। দীপার সঙ্গে তাঁর ফারাকও রয়েছে। দীপা পছন্দ করেন প্রদুনোভা ভল্ট। কিন্তু প্রণতির পছন্দ ৩৬০ ডিগ্রি ফ্রন্ট ও ব্যাক ভল্ট।
এই মুহূর্তে শুধু অলিম্পিকই নয়। প্রণতির পাখির চোখ ২০২২ কমনওয়েলথ এবং এশিয়ান গেমসও। শেষমুহুর্তের প্রস্তুতি চলছে তাই তিনটি ইভেন্টকে সামনে রেখেই। পরামর্শ নিচ্ছেন দীপা কর্মকারেরও। ২০১৯-এ অল্পের জন্য প্রথম ও দ্বিতীয় স্থান ফসকেছিল। প্রণতি চান এবারে ইতিহাস লিখতে।