দেখে নেওয়া যাক শেষ মুহূর্তে মমতা কী সাজেশান দিলেন নেতাদের
পোস্টাল ব্যালট নিয়ে মমতার উবাচ
পোস্টাল ব্যালট গণনায় সাবধান থাকুন। ভালো করে নজরদারি করবেন। কাউন্টিং নিয়ে সতর্ক থাকতে হবে। অনেক কিছু রটেছে, ভোরবেলা ঢুকে যাবেন। আপনারা। কোনও জায়গা ছাড়া যাবে না। সব নজর রাখবেন। আমাদের অনেক আসন আছে যা জয় নিশ্চিত। সেখানে বিজেপি সমস্যা করতে পারে৷ ফলে সাবধানে থাকুন। শেষ আসনের শেষ জায়গা অবধি বসে থাকবেন। কোনও ভাবেই বেরিয়ে আসবেন না।
advertisement
নজরে উত্তরবঙ্গ
উত্তরবাংলায় বিশেষ নজর দিন। ওখান থেকে আমাদের আসন অনেক আসবে।বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে আমরা পিছিয়ে থাকতে পারি। দুঃখ করে বেরিয়ে আসবেন না। ওগুলো আমরা জিতব। শেষ অবধি অপেক্ষা করতে হবে।
তবে যাওয়ার আগে
ফর্ম ১৭ ভালো করে দেখে তারপর গণনা শুরু করতে দেবেন। খাতা,পেন সাথে নিয়ে যাবেন। কাউন্টিং সেন্টারে কোনও ভাবেই অন্যের দেওয়া খাবার, সিগারেট নেবেন না। সরাসরি যোগাযোগের জন্যে দুটি হেল্প লাইন নাম্বার দেওয়া হয়েছে। সেখানে যোগাযোগ করবেন। প্রলোভনে পা দেবেন না। মেশিন ছেড়ে যাবেন না।
তৃণমূল চাইছে, শেষ মুহূর্তে যাতে এক মুহূর্তও কোনও ভুল না হয়। পাশাপাশি বেশি ব্যবধানে জয় নিশ্চিত করতেও মরিয়া ঘাসফুল শিবির। ভোটের আগে তৃণমূলের বহু নেতাই শিবির বদল করেছে। পদ্মযোগের এই ট্রেন্ড কি ভোটের পরেও বজায় থাকবে, তাই আপাতত সবচেয়ে বড় মাথাব্যথা তৃণমূলের। অবশ্য শেষ কথা বলবে জনতা জনার্দন, আপাতত তাই অপেক্ষা।