TRENDING:

জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। ৮৮ বছর বয়সে প্রয়াত জর্জ ফার্নান্ডেজ। অটল বিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রের মন্ত্রী ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন।
advertisement

সমতা দলের প্রতিষ্ঠাতা ছিলেন ফার্নান্ডেজ। দীর্ঘদিন অ্যালঝাইমার্স রোগে ভুগছিলেন। ৯ বার লোকসভার সাংসদ হয়েছিলেন। কফিন দুর্নীতিতে নাম জড়ায় ফার্নান্ডেজের। দুর্নীতিতে নাম জড়ানোর পদত্যাগ করেন তিনি ৷

জর্জ ফার্নান্ডেজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটারে প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীকে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বলে উল্লেথ করেন তিনি ৷ জর্জের সঙ্গে তাঁর কয়েক দশকের আলাপ বলেও জানান মমতা ৷ গভীর শোক প্রকাশ করে সমবেদনা জানান প্রয়াত নেতার পরিবারকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শোকবার্তায় তিনি লিখেছেন, মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। আদর্শ থেকে কখনও সরেননি। জরুরি অবস্থার বিরুদ্ধে মরণপণ লড়েছেন। জর্জ ফার্নান্ডেজের সাধারণ জীবনযাত্রা মনে রাখার মতো। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
জর্জ ফার্নান্ডেজের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের