এ দিন বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ প্রথমে সংবিধান দিবস উপলক্ষে বিধানসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বক্তব্য রাখতে গিয়েও যথারীতি রাজ্য সরকারকে কড়া আক্রমণ করেন তিনি৷ সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, 'অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি, ফর দ্য পার্টি৷'
advertisement
আরও পড়ুন: শুভেন্দুকে নিজের ঘরে ডাক মুখ্যমন্ত্রীর! গেলেন, তবে চমকও দিলেন বিরোধী দলনেতা!
শুভেন্দু যখন এই বক্তব্য রাখছেন, তখনও বিধানসভায় উপস্থিত বিধায়ক থেকে শুরু করে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আন্দাজ করতে পারেননি, এর পর কী চমক অপেক্ষা করছে৷ সবাই ভেবেছিলেন, বিরতির পর বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুকে জবাব দেবেন মমতা৷
কিন্তু শুভেন্দুর বক্তব্যের পরে অধিবেশনের বিরতিতেই বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী৷ কিছুক্ষণের মধ্যেই মমতার ঘরে ঢোকেন শুভেন্দু অধিকারী৷ তাঁর সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, মনোজ টিগ্গা এবং অশোক লাহিড়ির মতো বিজেপি বিধায়করা৷
সূত্রের খবর, ঘরে ঢুকে মুখ্যমন্ত্রীকে প্রণামও করেন শুভেন্দু৷ পাল্টা শুভেন্দুদের চা খাওয়ার প্রস্তাব দেন মমতা৷ যদিও ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত চা পান আর হয়নি৷ কিন্তু ততক্ষণে সাম্প্রতিককালে বঙ্গ রাজনীতির সবথেকে ব্যতিক্রমী মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে৷
চমকের অবশ্য আরও বাকি ছিল৷ অধিবেশন শুরু হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও যথারীতি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷ অভিযোগ করেন, এজেন্সি দিয়ে সরকার চালাচ্ছে কেন্দ্র৷ শুভেন্দুর অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভাকে কার্যত অবাক করে দিয়েই মুখ্যমন্ত্রী বলেন, 'যাকে ভাইয়ের মতো স্নেহ করতাম। তিনি বললেন সরকার অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি, ফর দ্য পার্টি হয়ে গিয়েছে।' শুভেন্দুর অভিযোগ খণ্ডন করতে গিয়ে মমতা আরও বলেন, 'আমাদের সরকার মানুষের সরকার। মানুষকে নিয়ে চলছি। আমাদের সরকার মানুষের জন্য৷'
আরও পড়ুন: হয়নি জামিনের আবেদন, ফের ১৪ দিন হাজতবাস অনুব্রতর, চাপে রাখছে ইডি
চলতি সপ্তাহেই নতুন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁকে যথাযথ ভাবে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অনুষ্ঠান বয়কটও করেন তিনি৷ এ দিন অবশ্য মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশে প্রশ্ন করেন কেন তাঁরা রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি, কেন শিল্প সম্মেলনে আসেন না তাঁরা? কলকাতা চলচ্চিত্র উৎসবে যাতে বিরোধী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়, মুখ্যমন্ত্রী সেই নির্দেশ দেন চলচ্চিত্র কমিটির দায়িত্বে থাকা বিধায়ক রাজ চক্রবর্তীকে৷
তবে এ দিন মুখ্যমন্ত্রী যে সৌজন্য দেখিয়েছেন তাঁকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু৷ বিরোধী দলনেতা বলেন, 'কোনও ভাবে দুর্বলতা হিসেবে দেখব না৷ স্বাগত জানাবো৷ এটা যেন তিনি রক্ষা করেন৷ এর মধ্যে সৌজন্য ছাড়া অন্য কিছু নেই৷ সহযোগিতা চাইলে সবসময় প্রস্তুত আছি৷ '