TRENDING:

Mamata Banerjee: প্ল্যান করে বহিরাগতদের দিয়ে ভবানীপুর ভরিয়ে দেওয়া হচ্ছে: মমতা

Last Updated:

এ দিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে ফোনে ভবানীপুরের নেতা কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে নিজের উদ্বেগের কথাও গোপন করেননি তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কয়েক দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, নন্দীগ্রামের মতোই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে দেখাবেন তিনি৷
News18
News18
advertisement

২০২৬ সালেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে প্রার্থী হবেন কি না, তা এখনও নিশ্চিত নয়৷ তবে মঙ্গলবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে তৃণমূলের শীর্ষ নেতারা যে ইঙ্গিত দিলেন, তাতে ২০২৬ সালেও সম্ভবত ভবানীপুর কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ এ দিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে ফোনে ভবানীপুরের নেতা কর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে নিজের উদ্বেগের কথাও গোপন করেননি মুখ্যমন্ত্রী৷ বিজেপি-র নাম না করেই তাঁর অভিযোগ, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরিকল্পনা করেই বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে৷

advertisement

মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজোর পরেই বিজয়া। ‌শুভ বিজয়া টা পর্যন্ত বলতে পারিনি। উত্তরবঙ্গে আমাকে আসতে হয়েছে। ভবানীপুর আমার নিজের কেন্দ্র। কর্মীরাই আমাদের সম্পদ।’

এর পরেই ভবানীপুর নিয়ে নিজের আশঙ্কার কথা বলেন মুখ্যমন্ত্রী৷ এসআইআর নিয়েও নেতা, কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘নতুন করে নাম তুলতে হলে, দেখতে হবে। ভবানীপুরে বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে প্ল্যান করে। বস্তি ভেঙে বড় বাড়ি করা হচ্ছে। এটা আমি সমর্থন করি না। এগুলো লক্ষ্য রাখতে হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখে কাটোয়ার যুবক পেলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া! জীবনে এল ১৮০ ডিগ্রি মোড়
আরও দেখুন

এ দিনের অনুষ্ঠানে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও ইঙ্গিত দিয়েছেন, সম্ভবত ভবানীপুর থেকেই প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীকে এক লক্ষ ভোটে জেতানোর জন্য কর্মীদের কাছে আবেদন জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: প্ল্যান করে বহিরাগতদের দিয়ে ভবানীপুর ভরিয়ে দেওয়া হচ্ছে: মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল