TRENDING:

Mamata Banerjee on Egg Price: মুরগির ডিমের দাম কেন আকাশছোঁয়া? কেন্দ্রকে দায়ী করেই কারণ বললেন মমতা

Last Updated:

এ দিনই নবান্ন থেকে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান বই আকারে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীত পড়লে প্রতি বছরই পোলট্রির মুরগির ডিমের দাম বেশ কিছুটা বাড়ে৷ কিন্তু এবার তা যেন অতীতের সব নজির ছাড়িয়ে গিয়েছে৷ এক জোড়া মুরগির ডিমের দাম বাড়তে বাড়তে ১৫ টাকায় পৌঁছেছে৷ মুরগির ডিমের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা৷
ডিমের মূল্যবৃদ্ধি নিয়ে সরব মমতা৷
advertisement

মুখ্যমন্ত্রীর অভিযোগ, হাঁস-মুরগির প্রধান খাদ্য হিসেবে খামারে যে খাবার দেওয়া হয়, প্রায় প্রতি বছরই তার দাম ১২ শতাংশ হারে বাড়াচ্ছে কেন্দ্র৷ সেই কারণেই ডিমের দাম এতটা চড়া হারে বাড়ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ ডিমের দাম কেন এত বাড়ছে? হাঁস- মুরগির প্রধান খাবার যেটা, তার দাম প্রতি বছর কেন্দ্রীয় সরকার ১২ শতাংশ হারে বৃদ্ধি করছে৷ যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন তারা জেনে রাখুন আমরা ১২ রাজ্যে ডিম পাঠাই। হাঁস-মুরগির খাবারের দাম কেন্দ্র কেন বাড়িয়েছেন? কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় না জেনে যা খুশি বলে চলেছেন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের খেজুর গুড়ের চা শীতের হিট—দূরদূরান্ত থেকে ভিড় উপচে পড়ছে
আরও দেখুন

এ দিনই নবান্ন থেকে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান বই আকারে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যাঁর নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি৷ এই অনুষ্ঠানেই একাধিক ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের বকেয়া টাকা আটকে রাখার অভিযোগেও সরব হয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Egg Price: মুরগির ডিমের দাম কেন আকাশছোঁয়া? কেন্দ্রকে দায়ী করেই কারণ বললেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল