একই সঙ্গে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বোঝাপড়ার অভিযোগও করেছেন তৃণমূলনেত্রী৷ সূত্রের খবর, বৈঠকে দলের নেতাদের মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধিকে প্রচারের আলোয় রাখতেই সংসদ ঠিক মতো চলতে দিচ্ছে না বিজেপি৷ কারণ তারা চায়, প্রধান বিরোধী মুখ হিসেবে রাহুলই থাকুন৷ রাহুলকে বিজেপি নায়ক হিসেবে দেখতে চায় বলেও অভিযোগ করেন মমতা৷
advertisement
আরও পড়ুন: ট্রেনে বসে দলের সমালোচনা, খবর পৌঁছল মমতার কানে! তৃণমূলের বৈঠকে মহা ফাঁপড়ে দুই বিধায়ক
সাগরদিঘির উপনির্বাচনের হারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন মমতা৷ শুক্রবার দলের নেতাদের নিয়ে সার্বিক বৈঠকের পর রবিবার মুর্শিদিবাদের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তিনি৷ সেই বৈঠকেই অডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, যতদিন রাহুল গান্ধি বিরোধীদের মুখ থাকবেন, ততদিন নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রীর পদে নিশ্চিন্তে বসে থাকবেন৷ কংগ্রেসই বিজেপি-র সামনে মাথা নত করছে বলেও অভিযোগ করেন মমতা৷ তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস এবং সিপিএম সংখ্যালঘুদের তৃণমূলের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেও বিজেপি-র সঙ্গে বোঝাপড়ার অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী৷
শুক্রবার কালীঘাটের বৈঠকেই মমতা বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল কোনও ভাবেই রাহুল গান্ধি বা কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটে যাবে না৷ বরং সমাজবাদী পার্টির মতো আঞ্চলিক দলগুলির সঙ্গে বোঝাপড়ার উপরেই জোর দেবে দল৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, রাজ্যে তৃণমূলকে বেকায়দায় ফেলতে বিজেপি-র সঙ্গে হাত মেলাচ্ছে কংগ্রেস এবং সিপিএম৷ আর দিল্লিতে নিজেদের প্রয়োজনে তৃণমূলকে সঙ্গে চাইছে তারা৷ সাগরদিঘিতে হারের পর কংগ্রেস নিয়ে তাঁর অবস্থান যে আরও কড়া হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷