তৃণমূলের কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন (Mamata Banerjee attacks BJP), 'বাজেটে হিরের দাম কমেছে, মানুষের জন্য একটুও ভাবেনি কেন্দ্র। ডাল-ভাতের কথা ভাবা হয়নি। হিরের দাম কমিয়েছে।' পদ্মসম্মান প্রসঙ্গেও বিজেপিকে ফের একবার কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলনেত্রী। তাঁর কথায়, 'পদ্মভূষণ রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে, সন্ধ্যা দিকে অসম্মান করা হয়েছে।' এদিন ফের নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটের বার্তা দিন তৃণমূল সুপ্রিমো।
advertisement
আরও পড়ুন: দেশজুড়ে অনেকটাই কমল করোনা সংক্রমণের হার ও আক্রান্ত, তবে চিন্তা মৃত্যু!
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা লড়তে তৈরি। আমরা বিজেপিকে হঠাতে তৈরি। সব আঞ্চলিক দল আসুন একসাথে কাজ করি৷ বিজেপিকে পরাস্ত করি। আমার একটাই লড়াই শিল্প আর কর্মসংস্থান করা।' তাঁর কথায়, 'বিজেপি চু কিতকিত দল। দুই পান্ডা তার। কিচ্ছু নেই বাজেটে। একটা কথা বলেনি মানুষের জন্যে। হিরে চায় হিরে। শাক, মাছ চায় না। হিরের ঝোল, তরকারি বানাবে। হিরের ঘন্ট খাবে। কিছু বললেই পেগাসাস, বিজেপির সবচেয়ে বড় দালাল নাভিশ্বাস। দুর্বিষহ রাজনৈতিক দল। দেশের পরম্পরা, হেরিটেজ নষ্ট করে দিয়েছে।'
আরও পড়ুন: তৃণমূলের চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত মমতা বন্দ্যোপাধ্যায়
মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিন্তু অতিমারি পরিস্থিতিতে বাজেট ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কেন্দ্র তা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন বিরোধী শিবিরের রাজনীতিকরা। এমন পরিস্থিতিতে মমতাও কেন্দ্রের সমালোচনায় সরব হন। ট্যুইটারে লেখেন, 'বাজেট থেকে সাধারণ মানুষের প্রাপ্য শূন্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতি যাঁদের কাবু করে ফেলেছে। কেন্দ্রের মুখে শুধু বড় বড় কথা, যার কোনও গুরুত্বই নেই। এই বাজেট পেগাসাস স্পিন বাজেট। '