advertisement
মমতা এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘‘সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে যা আমার সিকিমের ভাই বোনেদের আঘাত করেছে, তেমন করেই এই বিপর্যয় আঘাত করেছে আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের ভাই বোনেদের উপরেও৷ পশ্চিমবঙ্গের ‘চিকেন নেক’ এলাকাও ভয়ানক ভাবে বিপর্যস্ত হয়েছে৷ যে রাতে হড়পা বান এসে আঘাত করেছে, সেই রাত থেকে আমি সাত দিন ২৪ ঘণ্টা এই নিয়ে কাজ করেছি৷ মানুষকে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে কাজ করে চলেছে৷ রাজ্য সরকারের পক্ষ থেকে জিটিএ-কে মোট ২৫ কোটি টাকা বিপর্যয়ের জন্য আর্থিক সাহায্য করা হয়েছে৷ বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ও আইএএস আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন ঘটনাস্থলে৷ আমরা সর্বদা ভারতীয় সেনা ও সিকিম সরকারকে সর্বতভাবে সাহায্যের জন্য প্রস্তুত৷ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করব৷’
তিনি আরও লিখেছেন, ‘‘কিন্তু আমি আমাদের দার্জিলিং, কালিম্পং ও উত্তরবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ধরণ দেখে হতবাক হয়ে গিয়েছি৷ এত ভয়ানক বিপর্যয় ও মৃত্যুর পরে কেন্দ্রের এই পদক্ষেপ৷ আমরা সিকিমের পাশে আছি, কিন্তু আমরা এই ভেদাভেদের বিরোধিতা করছি৷ বিপর্যয়ের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বৈষম্য চাই না, সাম্য চাই৷’