আরও পড়ুন: কোন পথে বিজেপি-র বিরুদ্ধে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে পড়ল শোরগোল
মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার বলেন, রামপুরহাট নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পূর্ণমাত্রায় আমরা সমর্থন করছি। সম্প্রতি ভাদু শেখের হত্যার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মমতা সে কথা উল্লেখ করে বলেন, আমরাই ভাদু শেখের মৃত্যুর তদন্ত করে আরও তিন জনকে গ্রেফতার করেছি। আমার মনে হয়, বিজেপির এই রিপোর্ট তদন্তে প্রভাব ফেলবে। রাজনৈতিক কারণে এই প্রভাব পড়তে পারে। আমি এই গোটা বিষয়টির বিরোধিতা করছি।
advertisement
আরও পড়ুন: মালদহে অবহেলায় পড়ে ৪০০ বছর পুরনো মূর্তি, সংরক্ষণের দাবি পুরাতত্ত্ববিদদের
মমতা এর পরেই বিজেপির এই রিপোর্ট নিযে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, এ ভাবে কোনও তদন্তকারী সংস্থা তদন্ত ককার সময় কোনও দলের থেকে রিপোর্ট দেওয়া আসলে মিসইউজ অফ পাওয়ার। মানুষ এতে তদন্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। আমি বিজেপি ও কেন্দ্রের এই আচরণের তীব্র নিন্দা করছি। বীরভূমের জেলা সভাপতি অনুব্রতর নাম কেন রয়েছে বিজেপির দেওয়া রিপোর্টে, তাই নিয়েও প্রশ্ন তোলেন মমতা।
মমতা বলেন, অনুব্রতের বিরুদ্ধে এই রিপোর্ট। আমার জেলা সভাপতির নাম কেন? আসলে রাজনৈতিক প্রতিহিংসা৷ কী ভাবছে বিজেপি? রোজ দাম বাড়াবে। নাটক করেছে। ছাত্রদের ব্যাপারে নজর দিচ্ছে না বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে প্রতিহিংসা দেখানো হচ্ছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Abir Ghosal