TRENDING:

Mamata Banerjee at 21 July rally: ২০২৪-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, একুশের সভা থেকে চ্যালেঞ্জ মমতার

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের সভা থেকে আরও দাবি করেন, ২০২৪-এর লোকসভা ভোট আসলে সরকার নির্বাচনের নয়, বর্তমান সরকারকে প্রত্যাখ্যানের ভোট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ একুশে জুলাইয়ের সভা মঞ্চ থেকে এমনই দাবি করলেন আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রীর দাবি, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেই ঐক্যবদ্ধ হবে বিরোধীরা৷
২০২৪ নিয়ে বড় দাবি মমতার৷
২০২৪ নিয়ে বড় দাবি মমতার৷
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় এ দিনের সভা থেকে আরও দাবি করেন, ২০২৪-এর লোকসভা ভোট আসলে সরকার নির্বাচনের নয়, বর্তমান সরকারকে প্রত্যাখ্যানের ভোট৷ তৃণমূল কংগ্রেসেই বিরোধীদের সঙ্গে নিয়ে বিজেপি-কে হারাতে পারে বলেও দাবি করেন মমতা৷

আরও পড়ুন: মুড়ির প্রতিবাদ মুড়িতেই ! একুশের মঞ্চে মমতার নতুন স্লোগান, "আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও"

advertisement

একুশের সভা থেকে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, দু' বছর পরের লোকসভা নির্বাচন নিয়েও মমতা যে দিক নির্দেশ দেবেন, তা প্রত্যাশিত ছিলই৷ বিশেষত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের মধ্যে সমন্বয়ের অভাব সামনে আসার পর, ২০২৪-এর বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলনেত্রী কী বার্তা দেন, সেদিকেও নজর ছিল রাজনৈতিক মহলের৷ কারণ বিজেপি-ও ইতিমধ্যেই ২০২৪-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে৷

advertisement

বিজেপি-কে ক্ষমতাচ্যুত করতে গেলে যে বিরোধী ঐক্যের সবথেকে বেশি প্রয়োজন, সেখানেই ফাঁক থেকে যাচ্ছে৷ এ দিনের সভা মঞ্চ থেকে মমতার প্রত্যয়ী বার্তা, '২০২৪-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আমি নিশ্চিত৷ আর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেই বিরোধীরা ঐক্যবদ্ধ হবে৷' মমতা কার্যত এ দিন বুঝিয়ে দিয়েছেন, বিজেপি-কে হারানো নিয়ে সংশয় থেকেই প্রত্যাশিত ভাবে ঐক্যবদ্ধ হতে পারছে না বিরোধী দলগুলি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এ দিন আগাগোড়াই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার বেসরকারিকরণ, দেশে বেকারত্ব বৃদ্ধি, টাকার দামে পতন, বিরোধীদের উপর কেন্দ্রীয় এজেন্সি দিয়ে চাপ সৃষ্টির মতো অভিযোগ সরব হন তৃণমূলনেত্রী৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee at 21 July rally: ২০২৪-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, একুশের সভা থেকে চ্যালেঞ্জ মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল