একই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, কারও আধার কার্ড বাতিল হলে এবং আধার কার্ড নিয়ে কোনও সমস্যা হলে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য একটি আধার গ্রিভান্স পোর্টালও আগামিকাল থেকে চালু করবে রাজ্য সরকার৷ আধার কার্ড বাতিল হলে সেই সংক্রান্ত অভিযোগ ওই পোর্টালে জানাতে পারবেন সাধারণ মানুষ৷
আরও পড়ুন: সন্দেশখালি কি আদৌ যেতে পারবেন শুভেন্দু? আদালতে জোর সওয়াল-জবাব, কী যুক্তি দিল রাজ্য?
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘মনে রাখবেন এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়৷ জবাব দিন কেন আধার কার্ড বাতিল করছেন? এর পর বলবে এখন নাম কাটলাম পাঁচ বছর পরে নাগরিকত্ব দেব৷ এবার সংখালঘু, তফশিলি, মতুয়া ভাইবোনেরা বুঝতে পারছেন তো ওদের গেমপ্লানটা কী!’
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বেছে বেছে নমঃশূদ্র, মতুয়াদের আধার কার্ডই বাতিল করা হচ্ছে৷ পূর্ব বর্ধমানের জামালপুর সহ বিভিন্ন জায়গা থেকে তাঁর কাছে আধার কার্ড বাতিলের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি এ দিনও স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে কোনও ভাবেই এনআরসি কার্যকর করতে দেওয়া হবে না৷
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা এসব এখানে করতে দেব না কারণ এটা বাংলা আমরা প্রতি পদে যুদ্ধ করছি ভোট ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কী ধরনের রাজনীতি৷
বিকল্প পরিচয়পত্র দেওয়ার ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আধার কার্ড নিয়ে যাঁরা ছেলেখেলা করছেন মানুষই তাদের আঁধারে ফেলে দেবেন৷ মনে রাখবেন এর বিচার হবে, কোনও অসুবিধা হলে আমাদের জানান, আমরা বিকল্প কার্ড দেব যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে, সব সুবিধাও পাবেন৷’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁদের আধার কার্ড বাতিল হচ্ছে তাঁরা বাতিল হওয়া আধার নম্বর দিয়ে রাজ্য সরকারকে জানালে বিকল্প কার্ড দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের বাসিন্দাদের সরকারি সুবিধা দেওয়া রাজ্যের দায়িত্ব৷ ফলে রাজ্য সরকার চাইলেই বিকল্প পরিচয়পত্র দিতে পারে৷