এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেকে আমাদের শিক্ষা নিয়ে অবজ্ঞা করেন। বাংলা মিডিয়ামের ছেলেরা ভাল ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়। বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল। আমরা চালু করেছি। আজকের ছাত্রছাত্রীদের কী প্রয়োজন? মেধার কী প্রয়োজন তা গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। wbcs অফিসারেরা এক সময় ইংরেজি ড্রাফট করতে যথাযথ পারত না৷ নানা অসুবিধার কথা বলত। এখন তাঁদের ব্রিটেনে পাঠানো হচ্ছে। তাঁরা প্রশিক্ষণ নিয়ে আসছেন।’’
advertisement
আরও পড়ুন: সোনার গয়না বিক্রি করতে হয়েছিল…স্মৃতিচারণায় জানালেন ছাত্রাবস্থার সেই কথা জানালেন মমতা!
তারপরেই মমতা জানান, সোমবার থেকেই রাজ্যে চালু হচ্ছে স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম। তাতে পড়াশোনা শেষ করার পরে ছোট থেকেই সরকারি কাজে প্রশিক্ষণ দেওয়া পাবে ছাত্রছাত্রীরা। মোট ২৫০০ ছাত্র-ছাত্রী যোগ্যতার ভিত্তিতে পাবে এই সুযোগ। পরে তাদের যোগ্যতা বিচার করে চাকরি রিনিউও হতে পারে। ইন্টার্নশিপ করলে তারা ১০ হাজার টাকা করে পাবে।
এদিন তিনি ভাঙড় ডিভিশনেরও উদ্বোধন করেন৷ উদ্বোধন করলেন ‘যোগ্যশ্রী’ প্রকল্পের৷ তিনি জানান, এবার থেকে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ চালু করল এই ‘যোগ্যশ্রী’ প্রকল্প। ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রকল্পে।