আরও পড়ুন: সবুজ ঝড় সিঙ্গুরেও, সবক’টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল
পঞ্চায়েত নিয়ে আইনি লড়াইয়ে জমি ছাড়েনি বাম-বিজেপি-কংগ্রেস। কিন্তু ভোটের লড়াই? আদৌ সেই লড়াইয়ে ছিল তো বিরোধীরা? বিজেপি তবু কিছুটা মুখ বাঁচিয়েছে। বাম-কংগ্রেসের অবস্থা দেখে প্রশ্ন উঠছে, রাজ্যে সংগঠন বলে আদৌ কি কিছু আছে সর্বভারতীয় এই দুই দলের? ভোটের ফল প্রকাশের পর অস্তিত্ব সংকটে বাম-কংগ্রেস।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত সমিতিতে তৃণমূল ঝড়, দাঁত ফোটাতে পারল না বিরোধীরা
পরীক্ষা শেষ। এবার ফল। কিন্তু, অশান্তি এড়ানো গেল না। এদিন বেশ কিছু গণনা কেন্দ্র বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে ৷ এদিন ভোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘১৯টি জেলা পরিষদে জয় নিশ্চিত ৷ ২১টির মধ্যে ১৯টিতে জয় নিশ্চিত ৷ সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে ৷ সিপিএম-কংগ্রেস-মাওবাদী একজোট হয়েছে ৷’
এর পাশাপাশি তিনি আরও জানান, ‘ভোটে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ৷নিহত রাজনৈতিক কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷’