TRENDING:

Mamata Banerjee Angry: 'আমি সরিয়ে দেব...' চরম রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়! কাদের দিলেন চরম হুঁশিয়ারি?

Last Updated:

Mamata Banerjee Angry: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন সরকারি আধিকারিকরা। তিনি প্রশ্ন তোলেন, যারা এসসি নন, তাদের কেন এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রীতিমতো রাফ অ্যান্ড টাফ ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক, পুলিশ সুপার, বিভাগীয় সচিবদের সঙ্গে বৈঠকে কড়া মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবারের বৈঠকে কার্যত অফিসারদের চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই নবান্ন সূত্রে খবর।
রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়
রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা ভাল কাজ করবেন না, তাদের আমি সরিয়ে দেব।” নবান্ন সূত্রে খবর, Sec ৫৬ (j) রুল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে অফিসারদের বিরুদ্ধে, যারা কাজ করছেন না। বৈঠকে এমনটাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার হওয়ার পরেও অনেকেই সন্তুষ্ট হচ্ছেন না। পরিষেবা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: এই গ্রামে ঘরে অতিথি এলে তাঁর সঙ্গেই রাত কাটান বাড়ির স্ত্রী! কোথায় এই গ্রাম জানেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন সরকারি আধিকারিকরা। তিনি প্রশ্ন তোলেন, যারা এসসি নন, তাদের কেন এসসি সার্টিফিকেট দেওয়া হয়েছে? যারা এসটি নয়, তাদের কেন এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে? ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে আরও সতর্ক থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

advertisement

মুখ্যমন্ত্রীর সংযোজন, জমির পাট্টা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। সেগুলো সমাধান করতে হবে। যদিও অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা কাজ করবেন, তাদের প্রশংসাও করা হবে। বুধবার বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দফতরে সচিবদের নিয়ে প্রায় ৩০ মিনিট ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এমনই কড়া বার্তা দেন বলেই নবান্ন সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: মানসিক চাপের মুক্তি মিলবে শুধু এভাবেই, ঘরেই তৈরি করুন পরিবেশ, ঘটবে ম্যাজিক

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জল স্বপ্ন প্রকল্পের কাজ নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। অসন্তোষ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক জায়গায় পাইপ ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু জল পৌঁছাচ্ছে না। আগে জলের কানেকশন দাও, তারপর পাইপ লাইন ফেলো।” লোকসভা ভোটের আগেই সারপ্রাইজ ভিজিটে জেলাগুলিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যখন তখন আমি সারপ্রাইজ ভিজিট করব জেলাগুলিতে। আমি সব জেলায় যাব।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Angry: 'আমি সরিয়ে দেব...' চরম রুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়! কাদের দিলেন চরম হুঁশিয়ারি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল