এই পদ্ধতিতে কাউকে ফলো করা অত্যন্ত সোজা। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলতে হবে। তারপরে আপডেটস অপশনে যেতে হবে। সেখানে চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। ফাইন্ড চ্যানেল অপশনে ক্লিক করতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করতে হবে। আপনি যাকে ফলো করতে চান, সেখানে ক্লিক করতে হবে।
advertisement
আপনি যাকে ফলো করবেন, তাঁর বিভিন্ন আপডেট আপনি দেখতে পারবেন। এদিন সকালে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছেন প্রায় ২ হাজার জন। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছেন প্রায় আড়াই হাজার জন। ট্যুইটার এবং ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সক্রিয়। এবার মেটার নতুন এই আপডেটের হাত ধরে হোয়াটসঅ্যাপের চ্যানেলে পা রাখলেন তাঁরা।
আরও পড়ুন, মধ্যরাত পর্যন্ত চলল বৈঠক, যাদবপুরে কী কী সিদ্ধান্ত হল? দেখুন নতুন নিয়মাবলী
আরও পড়ুন, লক্ষ্য চব্বিশ, বুথ শক্তিশালী করতে অভিযানের পর অভিযানে বিভ্রান্ত বিজেপির একাংশ!
WhatsApp চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমেই দেখে নিতে হবে নিজেদের WhatsApp অ্যাপ আপ টু ডেট আছে কি না। একটি WhatsApp চ্যানেল তৈরি করার জন্য, অবশ্যই একটি WhatsApp অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। একজন ব্যক্তিগত ইউজার একটি নতুন চ্যানেল সেট আপ করতে নিয়মিত WhatsApp অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও WhatsApp বিজনেস অ্যাপের মাধ্যমে একটি নতুন চ্যানেল তৈরি করা যেতে পারে।