এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করেই এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিদেশে গিয়ে আমাকে প্রশ্ন শুনতে হচ্ছে আমি হিন্দু কি না৷ আমি কেন এই প্রশ্নের উত্তর দেব? গতকাল রটিয়ে দেওয়া হল আমি নাকি পদত্যাগ করেছি৷ আর কত ভুয়ো খবর ছড়াবে৷ আমরা এফআইআর-ও করেছি৷ এর আগে বাংলাদেশের ভিডিও দেখিয়ে মুর্শিদাবাদের বলে চালিয়েছে৷’
advertisement
আরও পড়ুন: আজ থেকেই বাড়তি শুল্কের বোঝা, ট্রাম্পের রোষে ১৫টি দেশ! তালিকায় কি আছে ভারত?
মুখ্যমন্ত্রীর অভিযোগ, অশান্তিতে উস্কানি দিতেই এই ধরনের ভুয়ো ভিডিও এবং খবর ছডা়নো হচ্ছে৷ ভুয়ো ভিডিও ছড়ানোর জন্য নাম না করে বিজেপি, সিপিএমের মতো বিরোধী দলগুলিকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ওয়াকফ সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বিজেপি-কে আক্রমণ করে বলেন, ‘জুমলা দলের একটাই নীতি, দেশে বিভাজন সৃষ্টি করো৷ আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, তার পরে অধিকার কেড়ো৷’ একই সঙ্গে বামেদের নিশানা করে তিনি বলেন, ‘যত এসব করবেন শূন্য থেকে মহাশূন্যে বিলীন হয়ে যাবেন৷’