TRENDING:

Mamata Abhishek in Delhi: সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

এসআইআর বিরোধিতায় তৃণমূল প্রথম ধর্মতলা থেকে জোড়াসাঁকো যে মিছিল করেছিল, সেই মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন অভিষেক৷

advertisement
আগামিকাল, বুধবার একই দিনে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে একসঙ্গে নয়, অভিষেক সকালেই কলকাতা থেকে দিল্লির বিমান ধরবেন৷ অন্যদিকে সিঙ্গুরের জনসভা সেরে বিকেলে দিল্লি রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷
দিল্লিতে একই দিনে মমতা-অভিষেক৷
দিল্লিতে একই দিনে মমতা-অভিষেক৷
advertisement

তবে একই দিনে দিল্লি গেলেও রাজধানীতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷ তৃণমূলের পক্ষ থেকেও কোনও ঘোষণা করা হয়নি৷ বিশেষত রাজ্যে এসআইআর হয়রানি নিয়ে তৃণমূল যেভাবে সরব হয়েছে, তাতে এবার এসআইআর হয়রানি নিয়ে তৃণমূলের আন্দোলন এবং বিরোধিতার আঁচ মমতা-অভিষেক দিল্লিতে নিয়ে যাচ্ছেন কি না, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷

advertisement

প্রসঙ্গত, এসআইআর বিরোধিতায় তৃণমূল প্রথম ধর্মতলা থেকে জোড়াসাঁকো যে মিছিল করেছিল, সেই মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েই আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেছিলেন অভিষেক৷ আবার সম্প্রতি যাদবপুর থেকে হাজরা পর্যন্ত তৃণমূলের মিছিলের শেষে তিনি নিজে দিল্লি যাবেন বলে জানিয়ে দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজধানীতে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলনেত্রী৷

advertisement

তবে আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হওয়ার কথা৷ তাই সাংসদ হিসেবে বাজেট অধিবেশনে যোগ দেবেন অভিষেক৷ এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির কর্মসূচি নিয়ে এখনও মুখে কুলুপই এঁটেছেন তৃণমূল নেতারাও৷

সেরা ভিডিও

আরও দেখুন
ডায়মন্ডহারবারে 'রসমতী',আসলে পাবেন গুড়ের পিঠে-পুলি,শীত শেষ হওয়ার আগে আরও একবার মিষ্টিমুখ
আরও দেখুন

বুধবারই কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব৷ দিল্লি সফরের সময়ও বিরোধী দলের একাধিক নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ মুখ্যমন্ত্রী কতদিন দিল্লিতে থাকবেন অথবা কবে কলকাতায় ফিরবেন, তাও এখনও জানা সম্ভব হয়নি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Abhishek in Delhi: সকালে রওনা অভিষেকের, বিকেলে যাচ্ছেন মমতাও! একই দিনে দিল্লি সফর ঘিরে জল্পনা তুঙ্গে
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল