তাঁর অভিযোগ, এই দুর্যোগের সময় মানুষের পাশে থাকার বদলে নিয়মিত রাজনীতি করে গিয়েছে বিরোধীরা। তিনি বলেছেন, দুর্যোগের সময়েও চলছে ভোটের রাজনীতি। আমরা যখন করোনা ভাইরাস ও আমফানের বিরুদ্ধে লড়াই করছি। মানুষের প্রাণ বাঁচাতে চেষ্টা করছি, তখন কিছু রাজনৈতিক দল বলছে, আমাদের সরিয়ে দিতে। আমি তো কখনও বলিনি দিল্লি থেকে প্রধানমন্ত্রীকে মোদিকে সরিয়ে দেওয়া উচিত। এখন কি রাজনীতি করার সময় নাকি? শেষ তিনমাসে বিরোধীরা কোথায় ছিল? আমরা মাঠে নেমে এই তিনমাস কাজ করেছি। বাংলা করোনা ভাইরাস আর ষড়যন্ত্র, এই দুইয়ের বিরুদ্ধেই জিতবে।’
advertisement
এদিকে শুক্রবারই রাজ্যে আমফানের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় দল। তাঁরা রাজ্যের মানুষের হাতে কেন্দ্রীয় ত্রাণের সাহায্য ঠিক মতো আসছে কিনা, রাজ্যে পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করছে কি না, তা খতিয়ে দেখবেন।