পুলিশ সূত্রে খবর, একজন মহিলা-সহ মোট তিনজন একটি বাইকে করে শাপুরজি ব্রিজ থেকে নেমে শাপুরজি আবাসনের দিকে যাচ্ছিল। ব্রিজ থেকে নেমে কিছুটা এগিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা এবং তারপরেই ছিটকে পরে বাইক থেকে তিনজন বাইকের পেছনে সিটে বসে থাকা মহিলা মাথায় গভীর আঘাত পায় এবং চালক-সহ বাকি দু’জন অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মহিলা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা ভেঙে ঢুকেছে পাতালে, বহুতলে চওড়া চওড়া ফাটল! ফিলিপাইনসের শক্তিশালী ভূমিকম্পের হাড়হিম ছবি
কী কারণে দুর্ঘটনা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বেপরোয়া গতির কারণে নাকি কুয়াশার কারণে তা জানার চেষ্টা করছে পুলিশ।
এদিকে, শুক্রবার সাতসকালে বেলঘরিয়া হাইওয়েতে আরও এক পথ দুর্ঘটনা। চালক-সহ আহত ৩। অ্যাপ ক্যাব সংস্থার গাড়িটি এয়ারপোর্টের দিকে আসছিল। সেই সময় ঢালাই কারখানার কাছাকাছি এলাকায় পেছন থেকে সজোরে ধাক্কা মার বালি বোঝাই লরিটি। এ দিনের ঘটনায় চারচাকা গাড়িতে থাকা চালক-সহ তিনজন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘড়িয়া থানার পুলিশ। লরির চালককে আটক করা হয়েছে। কী কারণে দুর্ঘটনা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।