TRENDING:

মৃতের পরিবারকে ৫ লক্ষ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন  মুখ্যমন্ত্রী।
advertisement

বিকেল ৪টে ১৫ নাগাদ মাঝেরহাট ব্রিজের অ্যাপ্রোচ রোডের বেশ খানিকটা  অংশ ভেঙে পড়ে। ব্রিজের নীচে আটকে পড়ে মিনিবাস, প্রাইভেট গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি। ব্রিজের নিচ দিয়ে গিয়েছে বজবজ শাখার রেল লাইন। দুর্ঘটনার পর বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, হাত লাগান স্থানীয় মানুষজনও।

advertisement

এসএসকেএমে মোট ১৯ জনকে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত জানা গিয়েছে, আহত বর্ধমান রোডের হিমাংশু চৌধুরী,  মাঝেরহাটের অবদেশ পাণ্ডে,  বজবজের সুরেশ সিং, মহেশতলার হাসিবুর রহমান,  রাজেশ সিং, নজরুল ইসলাম ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মৃতের পরিবারকে ৫ লক্ষ, আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী