জঙ্গিপুর: বর্ষীয়ান রাজনীতিবিদ মইনুল হক প্রয়াত। মুর্শিদাবাদের ফরাক্কা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে টানা পাঁচবার বিধানসভা নির্বাচিনে জয়ী হয়েছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। শনিবার রাত ৩টে নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবিবার ফরাক্কার তিলডাঙায় হবে মইনুল হকের শেষকৃত্য। বর্ষীয়ান এই রাজনীতিবিদের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
বঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্র মইনুল হক। ফরাক্কা অঞ্চলে আজীবন দাপটের সঙ্গে রাজনীতি করেছেন তিনি। ১৯৯৬ সাল থেকে ২০২১ পর্যন্ত দীর্ঘ ২৫ বছর সেখানকার বিধায়ক ছিলেন মইনুল হক। একসময় এআইসিসি-র সম্পাদকও ছিলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই বিধায়ক। চিকিৎসা চলছিল কলকাতায়। কিন্তু শেষরক্ষা হল না।
১৯৯৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম বিধায়ক আবুল হাসনাৎ খানকে হারিয়ে ফরাক্কায় জেতেন মইনুল হক। তারপর টানা ছ’বার এই আসনে তাঁকে প্রার্থী করে কংগ্রেস। তার মধ্যে পাঁচবার জিতেছেন। কিন্তু ২০২১ সালে হেরে যান। গত বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মনিরুল ইসলাম। এরপরে দলবদল করেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। ২০২১ সালের সেপ্টেম্বরের শেষদিকে যোগ দেন তৃণমূলে।
