TRENDING:

Mahua Moitra: সুইগি-তে আইসক্রিম অর্ডার করেছিলেন মহুয়া, কিন্তু খাওয়া হল না! যা ঘটল, চরম ক্ষুব্ধ সাংসদ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জোম্যাটো, সুইগি-র মতো অ্যাপে অনলাইনে খাবার অর্ডার করে সমস্যায় পড়েন অনেকেই৷ কখনও খাবারের স্বাদ, কখনও আবার খাবারের মান নিয়ে সমস্যা দেখা দেয়৷ অনেক সময় তো আবার দাম আগেভাগে মিটিয়ে দেওয়া সত্ত্বেও খাবার এসে আর পৌঁছয় না৷
মহুয়া মৈত্র৷ ছবি- পিটিআই
মহুয়া মৈত্র৷ ছবি- পিটিআই
advertisement

এবার অনেকটা এরকমই সমস্যার মুখোমুখি হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ এক্স হ্যান্ডেলে সুইগি-কে ট্যাগ করে করা একটি পোস্টে কৃষ্ণনগরের সাংসদ অভিযোগ করেছেন, অর্ডার করার পর তাঁর কাছে এসে পৌঁছনো সব আইসক্রিমই গলা অবস্থায় ছিল এবং খাওয়ার অযোগ্য৷

আরও পড়ুন: শুধু সইফ নয়, টার্গেট শাহরুখও! একই হামলাকারী রেইকি করে ‘মন্নত’-এও, চাঞ্চল্যকর দাবি পুলিশের

advertisement

মহুয়ার এই টুইটার পোস্ট ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ অনলাইনে খাবার অর্ডার করার পর এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বলে মহুয়ার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে৷ আবার এই সমস্যার জন্য সুইগি-র অ্যাপে অভিযোগ না জানিয়ে কেন মহুয়া বিষয়টি সমাজমাধ্যমে বিষয়টি জানাচ্ছেন, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ৷ একজন আবার খোঁচা দিয়ে মহুয়াকে উদ্দেশ করে লিখেছেন, ‘দামি আইসক্রিম, সিবিআই চলে আসবে৷’ এর জবাবে মহুয়া আবার নিজের দামি ব্যাগের বিতর্কের কথা মনে করিয়ে মজা করে জবাব দিয়েছেন৷

advertisement

জবাবে মহুয়া জানিয়েছেন, প্রথমে তিনি সুইগি অ্যাপ-এই অভিযোগ জানিয়েছিলেন৷ কিন্তু সেখানে সুরাহা না হওয়ার কারণেই সুইগি-কে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন তিনি৷ মহুয়ার এই পোস্টে অবশ্য জবাব দেয় সুইগি৷ সংস্থার পক্ষ থেকে মহুয়ার কাছ থেকে অর্ডার নম্বর চেয়ে নেয় সুইগি৷

সুইগি-কে জবাব দিতে গিয়ে মহুয়া যে স্ক্রিনশট শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে ১২২০ টাকা দিয়ে দশটি জিনিস অর্ডার করেন তিনি৷

কেন তিনি বিষয়টি সমাজমাধ্যমে হঠাৎ দৃষ্টি আকর্ষণ করলেন, তা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছেন তাঁদেরও জবাব দিয়েছেন মহুয়া৷ তৃণমূল সাংসদ লিখেছেন, ‘একজন সাংসদ মানে এই নয় যে আমি একজন সাধারণ মানুষের মতো অনলাইনে খাবার অর্ডার করি না৷ জনপ্রতিনিধিরা সাধারণ মানুষ নয়, এই মনোভাব ছেড়ে এবার বেরিয়ে আসুন৷ আবার আপনারাই অভিযোগ করেন যে জনপ্রতিনিধিরা নেতাদের মতো আচরণ করছেন৷ যদিও সুইগি মহুয়ার অভিযোগের সুরাহা করতে পেরেছে কি না, তা জানা যায়নি৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে সুইগির পক্ষ থেকে এক্স মাধ্যমেই মহুয়াকে উদ্দেশ করে লেখা হয়েছে, বিষয়টি নিয়ে তাঁকে ফোন করা হলেও তৃণমূল সাংসদ ফোন ধরেননি৷ ফলে সুইগির পক্ষ থেকে মহুয়াকে একটি ই মেল করা হয়৷ মহুয়ার সুবিধা মতো সেই ই মেলের জবাব দিতে অনুরোধ করা হয়েছে মহুয়া মৈত্রকে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Moitra: সুইগি-তে আইসক্রিম অর্ডার করেছিলেন মহুয়া, কিন্তু খাওয়া হল না! যা ঘটল, চরম ক্ষুব্ধ সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল