পাশাপাশি এ দিন রাজ্যপালকে আক্রমণ করেন মহুয়া মৈত্র৷ তিনি বলেন, ‘‘অবশ্যই উনি ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। না হলে কী এমনই দার্জিলিংয়ের ঠাণ্ডা হাওয়া খেতে এসেছেন?’’ শনিবার কিছুক্ষণ আগেই বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তৃণমূলের তিন সদস্যের প্রতিনিধি দল। এ দিন বিকেলেই রাজ্যপালের সঙ্গে আলোচনায় বসবে তৃণমূলের প্রতিনিধি দল।
advertisement
এ দিকে রাজভবনের সামনে ধর্নায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেছেন, রাজ্যপাল না দেখা করা পর্যন্ত তিনি বসেই থাকবেন৷ তার মধ্যেই একাধিকবার রাজ্যপালের সঙ্গে দেখা করার বিষয়ে আলোচনা হয়েছে৷ তার পরেই রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়েছেন বন্যার পরিস্থিতি নিয়ে৷ সেখান থেকে রাজভবনের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জানানো হয়, তিনি দার্জিলিংয়ের রাজভবনে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে৷
সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র ও মন্ত্রী প্রদীপ মজুমদার যাচ্ছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে৷ কথা আছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালের পদের সন্মান রাখার জন্য এই সাক্ষাৎ৷ মূল আলোচনা কলকাতার রাজভবনেই করতে হবে৷ সূত্রের খবর, সোমবার তিনি দার্জিলিং থেকে বার হবেন৷ যদিও রাজ্যপালের পরবর্তী গন্তব্যস্থল কী, তা এখনও স্পষ্ট নয়৷