মহেশতলার ৮ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানা এলাকায় কিশোরকে নিগ্রহর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শাহেনশা-সহ মোট ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হল রবীন্দ্রনগর থানায়। এই ঘটনায় প্রথমে কালিতলা আশুতি থানা আটক করেছিল কিশোরের দাদাকে, যে নিজেও ওই কারখানায় কাজ করত। পরবর্তীতে সবক’টি ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয় মোট ৪ জনকে, যারা সরাসরি কিশোরকে নিগ্রহের ঘটনায় যুক্ত ছিল। তার পরই কিশোরের দাদাকে দিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে মামলা রুজু করে পুলিশ। এখনও খোঁজ পাওয়া যায়নি ওই কিশোরের, তবে পুলিশ মনে করছে, অভিযুক্ত চারজনকে গ্রেফতার করলে কিশোরেরও খোঁজ মিলবে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, প্রায় তিন বছর আগে ভাড়া নিয়ে কারখানা চালাত শাহেনশা নামে এক ব্যক্তি। জিন্স ‘ওয়াশ’ করার কারখানা করা হয়েছিল রবীন্দ্রনগর থানার অন্তর্গত মহেশতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কানকুলি পূর্বপাড়ায়। সেই কারখানায় কাজ দেওয়ার নাম ওই গ্রামেরই একই পরিবারের দুই ভাই সামসাদ আলী ও আনসার আলীকে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় মাস ধরে সেখানেই কাজ করত দুই ভাই। স্থানীয়রা জানান, গতকালই কারখানা বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত শাহেনশা। বর্তমানে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে কারখানা। এলাকায় রয়েছে উত্তেজনা।