মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। এবারে পরীক্ষায় বসেছিলেন ১০ লক্ষ ৩৫ হাজার। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ ৷
প্রতিবারের মতো এবারও সাফল্যের হার সবথকে বেশি পূর্ব মেদিনীপুরে ৷পাশের হারে রেকর্ড এবার মাধ্যমিকে ৷ ৮৬.৩৪ শতাংশ পড়ুয়া পাশ৷ ৬৯৪ পেয়ে প্রথম অরিত্র পাল ৷ পূর্ব মেদিনীপুর মেমারি বিদ্যালয় মেমোরিয়ালের ছাত্র সে ৷
advertisement
News18Bangla.com ওয়েবসাইটে ফল জানা যাবে এবার। সকাল ১০টায় ফলপ্রকাশ হলেও ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে সকাল ১০:৩০ টা থেকে ৷ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result) ৷
এবারে ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১২.৭২শতাংশ বেশি ৷
তবে করোনা আবহে আজই মার্কশিট হাতে পাবে না ছাত্রছাত্রীরা ৷ স্কুলগুলি স্যানিটাইজেশনের পর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্ষদ সূত্রে খবর, আগামি সপ্তাহে ২২ জুলাই সকাল ১০ টা নাগাদ অভিভাবকদের ডাকা হবে রেজাল্ট সংগ্রহের জন্য।