পরীক্ষাকেন্দ্রগুলি আদৌ ঠিক কতটা প্রস্তুত? তা যাচাই করতে ১৪ দফা প্রশ্নমালা তৈরি করেছে পর্ষদ। তার মধ্যেই রয়েছে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পর্যাপ্ত সংখ্যার হিসেব। এই ১৪ দফা প্রশ্নমালা নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে গিয়ে গিয়ে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে সাত দিনের মধ্যে পাঠাতে হবে পর্ষদকে।
জেলায় জেলায় নজরদারি টিমকে নির্দেশ পর্ষদের। এছাড়াও, সিসিটিভি, পর্যাপ্ত বেঞ্চ, ঘর, পর্ষদের পরীক্ষা নিয়ে গাইডলাইন সম্পর্কে শিক্ষক-শিক্ষিকাদের কতটা ধারণা এই সম্পর্কে রিপোর্ট দেবে ওই কমিটি।
advertisement
রাজ্যজুড়ে ২৫০০-এরও বেশি পরীক্ষাকেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে সূত্রের খবর। কিন্তু পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারির দায়িত্বে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা হয়েছে নাকি সেই সম্পর্কে নিশ্চিত হতে চায় পর্ষদ।
আরও পড়ুন: ভোররাতে এইমসে আগুন! তড়িঘড়ি পৌঁছল ৭টা ইঞ্জিন, রোগীদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক
প্রত্যেকটি জেলায় তৈরি হওয়া ডিস্ট্রিক্ট মনিটরিং টিমকে পরীক্ষাকেন্দ্রগুলিতে গিয়ে স্ব-শরীরে পরিদর্শন করতে হবে। আজ থেকে সাত দিনের মধ্যে তার রিপোর্ট পর্ষদকে পাঠাতে হবে। মূলত, পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতে কোনওরকম অশান্তি বা কোনও অভিযোগ না ওঠে, তার জন্য আগেভাগেই এই তথ্য নিতে চায় পর্ষদ। পর্ষদের তরফে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে সমস্ত বিষয়টি।