আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রতর্ষি৷ মেধাবী ছাত্র৷ ওর থেকে প্রত্যাশা ছিলই৷ ভেবেছিলাম ভাল ফল করবে৷ তাই হয়েছে৷ খুব খুশি আমি৷ বলছেন গর্বিত স্কুল প্রিন্সিপাল৷
advertisement
আরও পড়ুন: সবার সেরা কোন জেলা? মাধ্য়মিকের সাফল্যে বাকিদের ছাপিয়ে গেল যে জেলা...
শ্রুতর্ষির বাবা ফিজিক্স-এর অধ্যাপক৷ পড়াশুনার পাশাপাশি খুব ভাল কুইজ, ডিবেট করত শ্রুতর্ষি, জানিয়েছেন শুভাদি৷ স্কুলের আরও কয়েকজন পড়ুয়া যাদের থেকে প্রত্যাশা ছিল, তারাও ভাল ফল করেছে, জানিয়েছেন পাঠভবনের হেড মিস৷ মাধ্যমিকের সেরার তালিকায় প্রতিবারই পাঠভবনের নাম যুক্ত হয়৷ ভাল ফল করে স্কুল৷ এবার শ্রুতর্ষি স্কুলের নাম উজ্জ্বল করেছে৷
রেজাল্ট ঘোষণার পরই শুভাদিকে ফোন করেন শ্রুতর্ষির বাবা৷ শ্রুতর্ষির সঙ্গে কথাও হয়৷ তবে কলকাতার সেরাকে নিয়ে আপাতত মেতে রয়েছে সংবাদমাধ্যম৷ এখন সে ব্যস্ত সাক্ষাৎকার দিতে৷ তাই স্কুলে আসতে একটু দেরি হবে৷ তবে স্কুলে এসে সব শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করবে শ্রুতর্ষি৷ কারণ এই স্কুলেই তৈরি হয়েছে তাঁর পড়াশুনার ভিত৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের খুবই স্নেহের পাত্র সে৷
আরও পড়ুন: সবার সেরা কোন জেলা? মাধ্য়মিকের সাফল্যে বাকিদের ছাপিয়ে গেল যে জেলা...
গত ২ বছর খুব খারাপ গিয়েছে৷ কোভিডের জন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা হয়নি৷ অনলাইন ক্লাস হয়েছে৷ সে সব দুঃখ ভুলিয়ে দিল মাধ্যমিকে স্কুলের রেজাল্ট, স্বীকার করে নিলেন পাঠভবনের প্রধান শিক্ষিকা৷