TRENDING:

Madhyamik Results 2022: কলকাতার সেরা শ্রুতর্ষি,'ছোট থেকেই খুব ভাল পড়াশুনায়,দারুণ Quizকরত' গর্বিত পাঠ ভবনের প্রধান শিক্ষিকা

Last Updated:

Madhyamik Result| 4th from Kolkata, Patha Bhaban School: ছোট থেকেই পড়াশুনায় খুব ভাল, ওকে নিয়ে প্রত্যাশা ছিলই, বলছেন পাঠভবনের হেডমিস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মাধ্যমিকের ফলাফল প্রকাশ৷ কলকাতা থেকে চতুর্থ শ্রুতর্ষি ত্রিপাঠী৷ কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র৷ মন্টেসরি থেকেই পাঠভবনের ছাত্র শ্রুতর্ষি৷ খুবই মেধাবী ছাত্র৷ ছোট থেকেই লেখাপড়ায় খুব মনোযগী , বলছেন পাঠভবনের প্রধান শিক্ষিকা শুভা গুপ্ত৷ স্কুলের ছাত্রের এই দুর্দান্ত রেজাল্টে খুব খুশি তিনি৷
advertisement

পাঠভবন স্কুলের প্রধান শিক্ষিকা শুভা গুপ্ত

আমাদের স্কুলে ছোট থেকেই পড়ছে শ্রতর্ষি৷ মেধাবী ছাত্র৷ ওর থেকে প্রত্যাশা ছিলই৷ ভেবেছিলাম ভাল ফল করবে৷ তাই হয়েছে৷ খুব খুশি আমি৷ বলছেন গর্বিত স্কুল প্রিন্সিপাল৷

advertisement

আরও পড়ুন: সবার সেরা কোন জেলা? মাধ্য়মিকের সাফল্যে বাকিদের ছাপিয়ে গেল যে জেলা...

শ্রুতর্ষির বাবা ফিজিক্স-এর অধ্যাপক৷ পড়াশুনার পাশাপাশি খুব ভাল কুইজ, ডিবেট করত শ্রুতর্ষি, জানিয়েছেন শুভাদি৷ স্কুলের আরও কয়েকজন পড়ুয়া যাদের থেকে প্রত্যাশা ছিল, তারাও ভাল ফল করেছে, জানিয়েছেন পাঠভবনের হেড মিস৷ মাধ্যমিকের সেরার তালিকায় প্রতিবারই পাঠভবনের নাম যুক্ত হয়৷ ভাল ফল করে স্কুল৷ এবার শ্রুতর্ষি স্কুলের নাম উজ্জ্বল করেছে৷

advertisement

রেজাল্ট ঘোষণার পরই শুভাদিকে ফোন করেন শ্রুতর্ষির বাবা৷ শ্রুতর্ষির সঙ্গে কথাও হয়৷ তবে কলকাতার সেরাকে নিয়ে আপাতত মেতে রয়েছে সংবাদমাধ্যম৷ এখন সে ব্যস্ত সাক্ষাৎকার দিতে৷ তাই স্কুলে আসতে একটু দেরি হবে৷ তবে স্কুলে এসে সব শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দেখা করবে শ্রুতর্ষি৷ কারণ এই স্কুলেই তৈরি হয়েছে তাঁর পড়াশুনার ভিত৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের খুবই স্নেহের পাত্র সে৷

advertisement

আরও পড়ুন: সবার সেরা কোন জেলা? মাধ্য়মিকের সাফল্যে বাকিদের ছাপিয়ে গেল যে জেলা...

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গত ২ বছর খুব খারাপ গিয়েছে৷ কোভিডের জন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা হয়নি৷ অনলাইন ক্লাস হয়েছে৷ সে সব দুঃখ ভুলিয়ে দিল মাধ্যমিকে স্কুলের রেজাল্ট, স্বীকার করে নিলেন পাঠভবনের প্রধান শিক্ষিকা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik Results 2022: কলকাতার সেরা শ্রুতর্ষি,'ছোট থেকেই খুব ভাল পড়াশুনায়,দারুণ Quizকরত' গর্বিত পাঠ ভবনের প্রধান শিক্ষিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল