কেন্দ্রগুলিকে চিঠি দিয়ে পর্ষদ জানিয়েছে, প্রত্যেকদিনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। পরীক্ষার দিনগুলিতে সকাল ৮ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে এবং দেখতে হবে যাতে সিসিটিভিগুলি কাজ করে। কোনও কারণে সিসিটিভিরগুলির সমস্যা হলে তার ব্যাকআপ রাখতে হবে।
advertisement
আরও পড়ুন: ওজন কমবে তরতরিয়ে, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি! রোজ পাতে রাখুন এই ফল; দারুণ উপকারী
সিসিটিভি ফুটেজের সংরক্ষণগুলি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলির প্রধানের কাছেই রাখতে হবে পরীক্ষার ফলপ্রকাশ শেষ না হওয়া পর্যন্ত। সিসিটিভি ফুটেজ নষ্ট হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষকদের। শুক্রবারই পর্ষদ চিঠি দিয়ে জানাল বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলিকে।
আরও পড়ুন: মাথায় দলা দলা হয়ে শীতে খুশি কেড়ে নিচ্ছে খুশকি? এই ঘরোয়া উপায়েই হবে গায়েব, জানুন
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি থেকে। সেক্ষেত্রে আগামী বছর এগিয়ে আসতে চলেছে মাধ্যমিক। ২০২৪ সালে ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩ টে পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F