‘উত্তরপত্র দেখে মনে হচ্ছে নম্বর দিতে ভুলে গিয়েছেন পরীক্ষক। ২টি প্রশ্নে ৪ নম্বর না দেওয়ার অসঙ্গতি এখনই চোখে পড়ছে।’ পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নম্বরশিটে পরীক্ষকের দেদার কাটাকুটির অভিযোগ। ৮ প্রশ্নে সঠিক উত্তর, নম্বর পড়েনি শিটেও। মাধ্যমিক বোর্ডের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
advertisement
ছাত্রের মার্কশিট
আরও পড়ুন: কলকাতায় হলুদ ট্যাক্সির দিন কি তবে শেষ! জানুয়ারিতেই অন্তিম যাত্রা? বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর
মাধ্যমিকের জীবনবিজ্ঞানে হেড এক্সামিনারকে নতুন পরীক্ষক দিয়ে নতুন করে খাতা পুনর্মূল্যায়ন করতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। উত্তরপত্র পুনর্মূল্যায়নের পর রিপোর্ট পেশের নির্দেশ। ১১ নম্বর পেলে নন্দীগ্রামের পড়ুয়া ঢুকে পড়তে পারেন ২০২৪ মাধ্যমিকের মেধাতালিকায়। ৬ বিষয়ে ৯৫-এর উপরে নম্বর, মোট ৬৬৬। অথচ জীবনবিজ্ঞানে পেয়েছেন মাত্র ৮২।
নন্দীগ্রামের মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তন মাধ্যমিক ছাত্র পারিজাত মাইতি। মোট প্রাপ্ত নম্বর ৬৬৬। জীবন বিজ্ঞানে পেয়েছে ৮২। বাংলা ৯৭, ইংরেজি ৯৯, অঙ্ক ৯৯, ভৌতবিজ্ঞান ৯৫, জীবনবিজ্ঞান ৮২। ইতিহাস ৯৫, ভূগোল ৯৯।
অর্ণব হাজরা
