আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম রিল সেভ করতে গিয়ে বিপদে পড়ছেন? জানুন সঠিক পদ্ধতি
মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে নবান্নে আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয় মুখ্য সচিবের নেতৃত্বে। বৈঠকের পরই নির্বাচন কমিশনকে চিঠি লেখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। এস আই আর এর কাজ থেকে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় এস আই, বি এল ও হিসাবে যে শিক্ষকরা আছেন তাঁদের যাতে ছাড় দেওয়া যায় বা পরীক্ষায় তাঁরা যেন উপস্থিতি থাকে তা নিয়ে চিঠি লেখার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দ। নির্বাচন কমিশনকে চিঠি লিখছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
আগামী ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় ১০ লক্ষ ছাত্রছাত্রী দেবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময় স্কুল শিক্ষা দফতরের অধীনে থাকা এস আই (SI)-দের সেন্টার ইন চার্জ, ভেন্যু ইন চার্জের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় তাঁরা এসআইআরের শুনানির কাজে ব্যস্ত থাকলে পরীক্ষায় ব্যাহত হতে পারে। তাই পরীক্ষা চলাকালীন সময় তাঁদের ছাড় দেওয়ার জন্য চিঠি লিখছে স্কুল শিক্ষা দফতর। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এর সঙ্গে বৈঠকের পর চিঠি লেখার সিদ্ধান্ত বলেই নবান্ন সূত্রে খবর।
