ব্রাজিলের একটি পতাকা হাতেই বিমানে চড়েন ব্রাজিলের সমর্থক মদন মিত্র। ব্রাজিলের খেলায় নেইমারদের হয়ে গলা ফাটাতে দেখা যেতে পারে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর অবধি কাতারে থাকতে পারেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। ৩০ তারিখ তাঁর ফের দেশ ফিরে আসার কথা।
advertisement
বরাবরই কালারফুল মদন মিত্র। খেলা পাগলও। দিন কয়েক আগে গান গেয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এবার সেই মদন মিত্রই ফুটবল বিশ্বকাপ দেখতে চললেন কাতারে। যদিও বিধানসভার শীতকালীন অধিবেশনের জেরে নেত্রীর নির্দেশে এর আগে পিছোতে হয় মদন মিত্রের কাতার সফর। গত ২১ তারিখেই কাতার যাওয়ার কথা ছিল মদনের। কিন্তু নেত্রী তাঁকে ২৩ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকার নির্দেশ দেন।
নেত্রীর নির্দেশ শিরোধার্য করে সফর কিছুটা পিছিয়ে দিয়েছিলেন কামারহাটি বিধায়ক। তখনই তিনি জানান, আমি তো আর কাতারের প্রধানমন্ত্রী বা ফুটবলের প্রধানমন্ত্রী নই। আমি মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। তাঁকে আমি অবজ্ঞা করতে পারি না। দল চায় ২৩ তারিখ পর্যন্ত যেন আমি বিধানসভায় থাকি। তবে দল যা চাইবে তাই করব আমি।" এরপরেই তিনি জানান ২৪ নভেম্বর কাতার বিশ্বকাপ দেখতে যাবেন মদন মিত্র।"