সোমবার থেকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের।শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনিও শুরু হয়। তাই রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ানোর পরই ভয়ঙ্কর ঘটনা, হাসপাতালে ভর্তি কেসিআর!
এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক দেখেছেন বলে হাসপাতাল সূত্রের খবর। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন চিকিৎসকরা। সঠিক ভাবে চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে বেশ কয়েকটি পরীক্ষাও ইতিমধ্যে করা হয়েছে মদন মিত্রের।
advertisement
আরও পড়ুন: বাজারে রং করা মাছ! আপনার দেহে মারণ রোগ ডেকে আনছে, সেটা জানেন?
গত সোমবার সন্ধ্যাবেলা বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। ঘনিষ্ঠমহল সূত্রের খবর, সোমবার বিধানসভা থেকেই অসুস্থতার সূত্রপাত। সেদিন বাড়ি ফেরার পর আরও বেশি অসুস্থ হয়ে পরেন মদন মিত্র। বিকেলের পর থেকে তাঁর বুকে সামান্য ব্যাথা এবং শ্বাসকষ্ট বাড়তে থাকে বলে সূত্রের খবর।